হঠাৎ তিথির আগমন ( আমার লেখা একটি ছোট গল্প)

in #story6 years ago (edited)

হঠাৎ তিথির আগমন

জান্নাত

Source

রাস্তা দিয়ে হেটে যাচ্ছে এমন সময় একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে ওর সামনে এসে থামল।মেয়েটা ওকে বলল ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করেন ওরা আমাকে নিয়ে যাবে,ওরা এখুনি এসে পড়বে। তূর্য তো রীতি মত অবাক।
তূর্যঃ আপনি কে আর আমি আপনাকে আমি আপনাকে কেন হেল্প করব আর এত রাতে আপনি এভাবে দোউড়াচ্ছেন কেন?
মেয়েটাঃ আমি তিথি আমি বাড়ি থেকে পালিয়েছি।আমার বয়ফ্রেন্ড ণিলয় আমাকে নিতে আসবে। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে এজন্য বাড়ী থেকে পালিয়েছি।
তূর্যঃকিন্তু আপনার বয়ফ্রেন্ড কোথায়?
তিথিঃ ওর আসতে একটু সময় লাগবে আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন
তূর্যঃকিন্তু এত রাতে আমি আপনাকে কথায় নিয়ে যাব?
তিথিঃ আপনার বাসায়
তূর্যঃ কি বলেন এগুলো?
তিথিঃ জোরে কান্না
তূর্যঃ ওকে আমি আপনাকে নিয়ে যাব। আপনি আপনার বিএফ কে কল দেন
তিথিঃ আমিতো ফোন আনিনি
তূর্যঃ আপনি তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দিবেন।ওকে আপনার বিএফের নাম্বার বলেন
তিথিঃ ০১৭৮*******
তূর্যঃ কল দিলাম কিন্তু নাম্বার টা তো বন্ধ দেখাচ্ছে।ঠিক আছে আপনি এখন আমার সাথেই চলুন।আমি কিন্তু একাই থাকি বাবা মা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে।ভয় পাবেন না আমার বাসাই একটা কাজের ছেলে আছে ১৪ বছর বয়স ও আর আমি এইতো আমাদের ফ্যামিলি।
তিথিঃ ওকে আপনাকে অনেক ধন্যবাদ ।আমাকে হেল্প করার জন্য।
তূর্যঃ ইটস ওকে।
তূর্যঃএই হল আমার ঘর। ভিতরে আসুন।
তিথিঃআপণি কি ছবি আঁকেন ?
তূর্যঃহুম শখের বশে আঁকি আর কি?
তিথিঃবলেন কি আপনার ছবি আঁকার হাত তো অনেক সুন্দর।
তূর্যঃধন্যবাদ। আপনি ফ্রেশ হয়ে আসেন ।আমি টেবিলে খাবার দিচ্ছি।(তিথির প্রবেশ)
একজনের খাবার দুই জনের খেতে হবে চলবে তো?
তিথিঃ হুম চলবে ।আপনাকে আমি খুব কস্ট দিচ্ছি প্লিজ কিছু মনে করবেন না সকাল হলেই আমি চলে যাব।আর আমার মনে হয় নিলয় কোন বিপদে পড়েছে তাই ওর নাম্বার টা বন্ধ দেখাচ্ছে।ও ঠিকি আমার সাথে যোগাযোগ করবে।
তূর্যঃ কোন অসুবিধা নেই।আপনি পাশের ঘরটাই যেয়ে শুয়ে পড়ুন ।
তিথিঃআচ্ছা।(তিথির পাশের ঘরে প্রবেশ)
তূর্যঃ(তিথির রুমে প্রবেশ চা এর কাপ হাতে ) গুড মর্নিং
তিথিঃ(তিথির হুরমুর করে ঘুম থেকে উঠা) গুড মর্নিং আরে আপনি কেন চা নিয়ে আসতে গেলেন আমি নিজেই চা বানাইতাম।
তূর্যঃইটস ওকে ।
তিথিঃ আপনার ফোন টা একটু দিবেন? নিলয় কে একটু ফোন করতাম।
তূর্যঃ সিওর
তিথিঃ থ্যাংকইউ (তিথির নিলয়কে কন্টিনিউয়াসলি ফোন দেয়া) কিন্তু ফোন বন্ধ পাওয়া।
তূর্যঃআপনি পেরেশান হবেন না। আমার মনে হয় আপনার বয়ফ্রেন্ড আসবে না ।আপনি বরং বাসাই চলে যান।
তিথিঃ (অনেক জোরে কান্না) আমি এখন কি করব আমি আর বাড়ী ফিরে যেতে পারব না। আমি এখন কি করব?
তূর্যঃআপনি কাদবেন না সব ঠিক হয়ে যাবে।
তিথিঃ আমি চলে যাচ্ছি।
তূর্যঃআপনি এখন কোথাই যাবেন?
তিথিঃ জানিনা কোথায় যাব কিন্তু এটুকু তো জানি আপনার এখানে থাকা যাবে না।
তূর্যঃআপনার এখনি এখান থেকে যাওয়ার দরকার নেই। যদি কিছু না মনে করেন তাহলে আপনি কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারেন।যদি আপনার কোন অসুবিধা না থাকে । আমার কোন সমস্যা হবে না।(তিথির নিরবাক চোখে তাকিয়ে থাকা।)

Sort:  

Hi, @jannat!

You just got a 7.06% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.

খুব ভালো লাগলো।

Posted using Partiko Android

You got a 37.74% upvote from @upmewhale courtesy of @jannat!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

খুব সুন্দর ছবি. আমি এই ধরনের ফটো খুব পছন্দ

I think you should have added some space between the lines of your story.This story is good and it looks more like a script rather than a story.It is just full of dialogues.

I also think that you should try writing scripts for drama,short film and movie because you are really good at it.Best wishes for you.

Congratulations @jannat!
Your post was mentioned in the Steemit Hit Parade in the following category:

  • Pending payout - Ranked 9 with $ 148,55

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66490.29
ETH 3513.26
USDT 1.00
SBD 2.54