হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ১০ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের দশম পর্ব শেয়ার করে দেবো। তো গ্রামের সবাই যখন নদীতে একটা মৃত দেহ ভেসে উঠতে দেখে, তখন সবাই মনে মনে ভাবতে থাকে যে, এটা নিশ্চই আমাদের রাহুলের হবে। কারণ তার শেষ পায়ের চিহ্ন এই নদীর কিনারায় পেয়েছিলো। যখন দেহটি ভেসে কিনারা বরাবর আসলো, তখন সবাই চোখ বড়ো বড়ো করে দেখলো, এটা আমাদের রাহুল। কিন্তু সে জীবিত, জীবিত হলেও একটা অদ্ভূত বিষয় হলো- এই রাহুল যেনো আমাদের রাহুল নয়। তার চোখ ফাঁপা এবং সব মিলিয়ে যেনো একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করা গেছে। রাহুল আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছিল সবার মাঝে, কিন্তু সে যেনো তার মধ্যেই নেই, কোনো এক অস্বাভাবিক ছায়ার নির্দেশে সে হেঁটে চলেছে।

তার সেই বন্ধু অর্জুন তাকে থামানোর জন্য দৌড়ে চলে গেলো, কিন্তু রাহুল একদম ভয়ংকর একটা রূপ নিয়ে গর্জন করে উঠলো। অর্জুন এবং গ্রামের যেসব লোক ছিল, সবাই ভয় পেয়ে যায় এবং কেঁপে ওঠে। নদীর জলও হঠাৎ করে কেঁপে উঠলো, যেনো এই নদী আবারো তাকে চাইছে অর্থাৎ রাহুলকে আবারো টেনে নিয়ে যেতে চায়। এরপর অর্জুন রাহুলকে জোরে চিৎকার করে তাকে জ্ঞানে ফিরিয়ে আনার চেষ্টা করে। তাকে জিজ্ঞাসা করে- তুমি কে এবং তোমার পরিচয় কি, সেটা বোঝার চেষ্টা করো। রাহুল কিছুক্ষণের জন্য হলেও বুঝতে পারে এবং তার ঠোঁট কাঁপতে থাকে অর্থাৎ সে কিছু বলতে চায়।.....