হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ১১ )
Image Created by OpenAI
"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের একাদশ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে রাহুল যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন সে যেনো সবাইকে কিছু একটা বলতে চায়। তার ঠোঁট, মুখ সব কাঁপছে, কিন্তু সহজে কিছু বলে উঠতে পারছে না। এরপর সেই ছায়াটি ওই মুহূর্তে একটা ভয়ংকর চিৎকার করে উঠলো এবং রাহুলের দিকে ঝাঁপিয়ে পড়লো। সেই মুহূর্তে নদীর ঘাট যেনো ভয়ানক অন্ধকারে ডুবে গেলো। এদিকে সাধারণ মানুষজন ভয়ে সেখান থেকে চলে যায়। কারণ এমনিতেই তারা একটা বিষয় নিয়ে আতঙ্কের মধ্যে আছে. তারপর যদি সব এমনভাবে ভয়ানক কিছু ধেয়ে আসতে থাকে, তাহলে ভয় পাওয়ারই লক্ষণ।
এরপর গ্রামের লোকজন পরিস্থিতি একটু ঠান্ডা হলে আবারো অর্জুন এর সাথে ঘাটের দিকে রওনা হয়ে গেলো এবং সেখানে গিয়ে দেখে আগের মতো স্বাভাবিক, কিছু নেই। কিন্তু গ্রামের লোকজন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধরে নিয়েছে রাহুল শেষ। তখন হঠাৎ করে ঘাট আলোকিত হয়ে উঠলো এবং আলো বের হচ্ছিলো একটা আধা ভাঙ্গা লোকেট এর ভেতর থেকে, যেটা রাহুলের মা পেয়েছিলো। এই লকেট এর আলো সেই ছায়াটিকে ধীরে ধীরে পেছনের দিকে ঠেলে দিলো এবং পরে অর্জুন রাহুলকে শক্ত করে ধরে সেই লকেট তার গলায় পড়িয়ে দিলো। আর মুহূর্তের মধ্যে এই লকেটের অলৌকিক শক্তির মাধ্যমে অশুভ ছায়া বিলীন হয়ে গেলো।....
