হঠাৎ প্রশিক্ষণ দেখার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা প্রশিক্ষণ দেখার অনুভূতি। সত্যি বলতে বর্তমান সব জায়গায় এনজিও চালু রয়েছে। তবে বেশির ভাগ জায়গায় দেখা যায় কিছু টাকা সঞ্চয় রাখলে টাকার এমাউন্ট বেশি হলে তারা আবার রাখতে চায় না।আবার একটা ডিপিএজ করলে সেটা ও ভাঙাতে বলে। এভাবেই এনজিও গুলো চলে। তাই আমাদের এখানে একটা নতুন এনজিও বসবে। তবে এটা এনজিও নতুন নয় অনেক পুরানো।কিন্তু আমাদের এখানে নতুন এসেছে। এটা নাম হচ্ছে বুরো বাংলাদেশ। বর্তমান এর সুযোগ সুবিধা । আসলে আমাদের গ্রাম এলাকার মানুষ একবারে টাকা পয়সা জমাতে পারে না। তবে এই সকল সমিতির মাধ্যমে তারা সামান্য টাকা জমিয়ে এক সাথে বেশ কিছু টাকা হলে তুলতে পারে।কিন্তু অনেক সমিতে তা পারে না।তাদের বেশি টাকা হলে আনতে গেলে সমতির লোকজন অনেক হয়রানি করে সদস্যদের। তবে বুরো বাংলাদেশে তেমন কোন ঝামেলা নেই। যাইহোক আজ তারা আমাদের এখানে কেন্দ্র করার জন্য একটা প্রশিক্ষণ দিতে এসেছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

তারা আমাদের বাড়িতে বিকেল চারটার দিকে এসেছিল।আমাদের গ্রামের বেশ কিছু লোকজন এসেছিল।আসলে গ্রামের লোকজন বলে কথা তাদের সবার বিকেল বেলা রান্না থাকে।যদিও আমাদের বিকেল বেলা রান্না নেই। যাইহোক তারপর অনেক লোকজন এসে আবার চলে গিয়েছিল। আমি পরে গিয়ে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। তারা এসে বেশ কিছু বিষয় আমাদের বুঝালো।আসলে সমিতি থেকে লোন নিলে সত্যি খারাপ কিছু। তবে যারা এক সাথে টাকা পয়সা জোগাড় করতে পারে না তাদের জন্য আবার ভালো। যদিও কিছু টাকা সুদ দিতে হয়।তারজন্য দরিদ্রদের জন্য লোন দরকার। যাইহোক ওদের প্রশিক্ষণ দেখে অনেক ভালো লাগলো।

তারপর উনারা আমাদের কয়েক জনকে ভর্তি করে নিল।এখানে বড় একটা সুবিধা হলো কোন ইন্টারেস্ট ছাড়া এরা লোন দেবে। আর অন্য জায়গায় আগে ইন্টারেস্ট দিয়ে ভর্তি হতে হয়। আবার এদের আর একটা সুবিধা হলো কেন্দ্র থেকেই আমাদের সঞ্চয় ফেরত দিয়ে দেবে।যাইহোক প্রশিক্ষণ দেখে শুনে সমিতিতে ভর্তি হয়েছি। এখন দেখা যাক এরা কেমন সুবিধা দেয়।যদিও আমি লোন নেব না।শুধু সঞ্জয় জমিয়ে রাখবো। যাইহোক বেশ ভালোই লেগেছিল উনাদের কথা গুলো বেশ ভালো লেগেছে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।






https://x.com/MimiRimi1683671/status/1990414479666958520?t=kc9-U_anUHknF8KWRh9Qzw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1990415986311213281?t=h0acXinnd_V-2qIHuiwFlg&s=19