সূর্যাস্ত

in #sunsetlast year (edited)

সূর্য যখন অস্তগামী সে সময়
মৃত পাতায় আগুন জ্বালায় এক রাখাল।

তা কিছুই না, এই অগ্নি
তা এক তুচ্ছ বিষয়, নিয়ন্ত্রিত
যেন এক স্বৈরচারীর পরিবার-পরিচালন

এখনো, যখন এটা প্রজ্জ্বলন্ত, রাখালটি অন্তর্হিত,
পথ থেকে, অদৃশ্য সে।

সূর্যের তুলনায় এ আগুন
ক্ষণস্থায়ী অপেশাদার-
পাতা ফুরিয়ে গেলেই তা শেষ।
অতঃপর রাখাল ফিরে আসে ফের, ছাই জড়ো করে।

কিন্তু মৃত্যুই হলো মৌল।
যদিও যা করার জন্য আগমন তা সূর্য করেছে
মাটি যেন উর্বরা হয় তারপর
তারপর বসুধার দাহনের অনুপ্রেরণা
এভাবে তা এখন ডুবে যায়।

লুইস গ্ল্যুক