জেনারেল রাইটিং//Superwalk এর আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস// প্রো মুড//
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
সুপার ওয়াক অ্যাপস এর সাথে মোটামুটি আপনারা প্রত্যেকেই পরিচিত। আর এই অ্যাপসে দুটি মুড রয়েছে এই বিষয়টিও আপনারা অনেক আগে থেকেই জেনে গিয়েছেন। তবে অনেকেই এনএফটি কিনেছিলেন আবার অনেকেই কিনেনি। আমিও বেশ কয়েকদিন আগে এনএফটি কিনেছিলাম শ্রদ্ধেয় সুমন ভাই অ্যালার্ট করায়। গত ১ সপ্তাহ সুপার ওয়াক প্রো মুড ইউজ করলাম বেশ ভালই লাগলো। তাই ভাবলাম গত এক সপ্তাহে প্রো মুড এ আমার একটিভিটিস কেমন ছিল সেই বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার গত এক সপ্তাহে সুপারওয়াকে প্রো মুড এ একটিভিটিস কেমন ছিল।
![]() | ![]() | ![]() |
---|
যদিও বা বর্তমান সময়ে সুপার ওয়াকের এক্টিভিটিস তুলে ধরাটা বাধ্যতামূলক নয় কিন্তু যেহেতু আমি প্রো মুড ইউজ করতেছি তাই এখান থেকে কিছু ওয়াক টোকেন পাওয়া যায় সেগুলো পাওয়ার লক্ষ্যেই মূলত এই একটিভিটিস গুলো তুলে ধরা।গত সপ্তাহের প্রথম দিনে আমার একটিভিটিস মোটামুটি ভালোই ছিলো। গত সপ্তাহের প্রথম দিনে আমি হাটাহাটি করেছিলাম ২. ১১ কিলোমিটার। যা ছিলো ২৯৮৮ স্টেপ। আবার গত সপ্তাহের দ্বিতীয় দিনে আমি হেঁটেছিলাম 0.98 কিলোমিটার। সেদিন আমার স্টেপ পূর্ণ হয়েছিলো ১৩৭৪। আর গত সপ্তাহের তৃতীয় দিনে হাটাহাটি করেছিলাম ১.৫১ কিলোমিটার। সেদিন আমি স্টেপ হেঁটেছিলাম 2073 স্টেপ।
![]() | ![]() | ![]() |
---|
গত সপ্তাহের চতুর্থ দিনে আমি হেঁটেছিলাম 2.02 কিলোমিটার রাস্তা। স্টেপ আকারে প্রায় ২৭০৩ স্টেপ হেটেছিলাম। আবার গত সপ্তাহের পঞ্চম দিনে আমি ২.০৫ কিলোমিটার রাস্তা হেঁটেছিলাম। নিয়ম অনুযায়ী সেই দিন মোট ২৭৪৯ স্টেপ হেঁটেছিলাম। আর গত সপ্তাহের ষষ্ঠ দিনে আমি 1.39 কিলোমিটার রাস্তা হেটেছিলাম। যার স্টেপ আকার হিসেব করলে দাঁড়ায় ১৯০৭ স্টেপ।
আর গত সপ্তাহের শেষ দিন তথা সপ্তম দিনে আমি হেঁটেছিলাম ১.০৮ কিলোমিটার রাস্তা। যা স্টেপ আকারে ছিলো ১৫০৩ স্টেপ। বন্ধুরা এই ছিল আমার গত সপ্তাহে সুপার ওয়াক এপ্সে প্রো মুড এর একটিভিটিস। কেমন লাগলো আমার আজকের পোস্টটি কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন। আজকের মত এখানেই শেষ করছি। খোদা হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/mdetshahidislam/status/1886721503896682863?t=BcDg9eeuPSIwD26NVpY6Wg&s=19
ডেইলি টাস্ক প্রুফ
আপনি আপনার চমৎকার একটিভিটিস আমাদের দেখিয়েছেন। আমি মনে করি আমাদের সব সময় হাটাহাটি করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সুযোগ বুঝে সকাল বিকেল এভাবে হাঁটাচলা করলে পরে একদিকে সুপার ওয়ার্ক হয়ে যায় আরেকদিকে নিজের ভালো থাকা যায়।
আজকে আপনি আপনার একটি সপ্তাহের এক্টিভিটিজ উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। অসাধারণ ছিল আপনার এক্টিভিটিস। আশা করব এভাবে আপনি হাঁটাহাঁটি চালিয়ে যাবেন।
আপনি আপনার গত সপ্তাহের সাত দিনের সুপার ওয়াল্কের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে আপনার এক্টিভিটিস শেয়ার করেন এটা অনেক ভালো একটি উদ্যোগ। আপনি আপনার এক্টিভিটিস ধরে রেখেছেন, এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।