আত্মসমর্পণেই শান্তি। 🙏😌
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
ছোটবেলা থেকেই আমি খুবই মানুষ প্রিয় ছিলাম।মানুষের সাথে কথা বলা সময় কাটানো এগুলোকে খুবই উপভোগ করতাম!মানুষ যদি রাগ করেও আমাকর কিছু বলতো তাও আমি কিছু মনে করতাম না হাসি দিয়ে সবকিছু উড়িয়ে দিতাম।তারপর দেখি এটাকে মানুষ আমার দূর্বলতা ভেবে আমার সাথে যা নয় তাই করতে শুরু করে দিলো।মানুষের এসব আচরণ গুলো সহ্য করতে করতে একটা সময় গিয়ে আমি অতিরিক্ত খিটখিটে মেজাজের মানুষে পরিণত হয়ে গেলাম।আর আমি খুব দ্রুত রেগে যেতাম।কথা সামান্য বাড়লেই চিৎকার-চেঁচামেচি করতাম।পরে বুঝতাম রাগের পর শুধু ক্লান্তিই থাকে।শরীর খারাপ হতো, মাথা ব্যথা করতো দিনের দিনের পর অসুস্থ হয়ে পড়ে থাকতাম।তখন দিনরাত সবকিছুই বিছানায় কাটতো।স্বামী সংসার সন্তান এগুলো নিয়ে ভাবতাম না শুধু শুয়ে শুয়ে অসুস্থতা অনুভব করতাম।তারপর একটা সময়ের পর আমার হুঁশ ফিরলো,তখন আমার মনে হতে লাগলো রাগ যেনো আমাকে নিয়েই খেলছে...।আমি কাউকে হারাচ্ছি না বরং আমি নিজেই নিজেকে হারাচ্ছি....!
একসময় বুঝলাম এই রাগ আমার নিজেরই শান্তি নষ্ট করছে।তাই আমি বদলানোর চেষ্টা শুরু করলাম না, বরং ঈশ্বরের কাছে মন খুলে বললাম,আমি নিজে পারছি না,তুমি আমাকে পথ দেখাও।২৫ সালের শেষে এসে যেনো ভেতরে একটা পরিবর্তন তৈরি হলো।এখন কোনো কারণে রাগ হলে আমি আর শব্দ বাড়াই না।চিৎকার নয়...আমি নীরব হই।নিজেকে শান্ত করে বলি,সব অনুভূতিগুলো ঈশ্বরের কাছে রেখে দাও,তিনিই জানেন কোনটা ঠিক।
এখন আমি জানি পরিস্থিতি আমি পরিবর্তন করতে পারি না,কিন্তু নিজের মনটাকে শান্ত রাখতে পারি।তাই যখন কষ্ট বা খারাপ লাগে,তখন আমি ঈশ্বরের শরণাপন্ন হই,তাঁর উপর ভরসা রাখি।আর তখন ধীরে ধীরে দেখি-মনটা হালকা হয়ে গেছে, কষ্ট যেনো কোথাও গলে মিলিয়ে যাচ্ছে...!এখন আমি চেষ্টা করি না জোর করে সব ঠিক করতে।আমি শুধু সময়কে দেখি,ঘটনা কোনদিকে যায় তা দেখি।কারণ আমি জানি যে পথ ঈশ্বর দেখান,সেই পথই সবচেয়ে নিরাপদ।
এখন আমি নীরব কারণ ঈশ্বর জানেন সব.......🙏
OR






.gif)