You are viewing a single comment's thread from:

RE: আজ আমার প্রিয় দল ব্রাজিলের টি-শার্ট কিনলাম

in #t-shirt8 years ago

আপনি অনেক ভাল বলছেন ভাই। কিন্তু পথ শিশুদের কেও দিব। আমি ব্রাজিলের খুব ভাল ভক্ত এজন্য জার্সি কিনলাম।

Sort:  

ভাই আমাদের দেশে ব্রাজিল + আর্জেনটিনার জন্য যত টাকা খরচ হয় সবই বেহুদা। সবার মনেই আনন্দ ইচ্ছা চাওয়া পাওয়া আছে পথ শিশুদের ও আছে ঈদে নতুন জামা পড়ে ঘুরবে অর্থের অভাবে পেরে ওঠে না।আর আমরা সামর্থনবানরা এগিয়েও আসি না! নবী করিম (সঃ) বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। তাই অসহায় ভাইদের জন্য এগিয়ে আসুন নিজ উদ্দ্যেগে।
কে কি করলো তা ভাবার সময় নেই
আপনি কি করলেন তা দেখার বিষয়।