সহজেই ইনজেকশন দিতে প্রযুক্তির সহায়তা

সরাসরি রক্তে ওষুধ পৌঁছে দিতে, বা মুমূর্ষু রোগীকে আইভি স্যালাইন দেয়ার জন্য ইনজেকশন পুশ করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ।
অথচ জরুরি সময় নির্ভুলভাবে ধমনি খুঁজে বের করাটা মোটেও সহজ কাজ নয়। এ ব্যাপারে সাহায্য করার জন্য এসেছে ভেইন ফাইন্ডার। ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে হাতের শিরা-উপশিরার একটি ম্যাপ তৈরি করবে এ মেশিন।

D675328.jpg

সেটি রিয়েল-টাইমে রোগীর হাতের ওপর প্রজেক্ট করা হবে। এর ফলে নার্স বা ডাক্তারের মনে হবে হাতের শিরা-উপশিরাগুলো যেন তারা সরাসরি দেখতে পাচ্ছেন।
ফলে ইনজেকশন সঠিক জায়গায় পুশ করা হবে খুবই সহজ। ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহার করে পুরো দেহ স্ক্যানও করা যাবে। তবে এটি দুর্ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68