The dairy game 17/08/20

in #thediarygame4 years ago

পৃথিবীর সকালগুলো খুব মলিন হবে।যদি আপনার মন খুব ভালো থাকে ভোরের শুরুতে।আবার পৃথিবীর সকল সকালেই আপনার কাছে বিষাদ মনে হবে যদি আপনার মনের মধ্যে মন খারাপের আনাগোনা চলে।

তাই সবসময় চেস্টা করতে হবে পৃথিবীর সকল সকালগুলো কীভাবে সুন্দর করা যায় নিজের জন্যে।সকাল সুন্দর হলে দিনটাও অনেক সুন্দর।

আজকে আমার সকালটাই শুরু হয়েছে প্রিয় একজন মানুষের সাথে কথা বলে।যার ফলে মনটা অনেক ফ্রেশ ছিলো সকালটায়।তাই সকালটা খুব ভালো কেটেছে।কথা বলা শেষ হলে ফ্রেশ হয়ে খাইতে গেলাম। খাওয়া শেষ করে অনেকদিন পর সকাল সকাল দু চারটা গান শুনতে লাগলাম।শুনতে শুনতে হুট করে মনে হলো একটু হেটে আসি।তাই হাটা শুরু করলাম পাকা রাস্তায় পায়ে কোন জুতা নেই যেন মাটি আর পা অনেকদিন পর গোপনীয়তা বজায় রেখে আলাপোন করছে।

হাটতে হাটতে একটা জায়গায় গিয়ে বসে আবারো শুনতে লাগলাম।গান শুনতে শুনতে হঠাৎ মনে হলো বাসায় যেতে হবে।তাই বাসায় আশার পথে একটা হাতির সাথে দেখা।

হাতিটাকা দেখে আমার অনেক প্রশ্ন জাগলো!এরতো বনে থাকার কথা!এ কেন এখানে?কত বড় একটা প্রাণী!আল্লাহর কি সৃষ্টি।ভাবাই যায়না।এইসব ভাবতে ভাবতে হুট করে দেখি হাতি সবার মাথায় হাত বুলিয়ে দিয়ে দিচ্ছে আর টাকা নিচ্ছে।হাতি আর তার মালিকের মধ্যে অনেক গভীর একটা সম্পর্ক।দেখে আমারো খুব ভালোলাগলো।

এরপর মালিকটাকে জিজ্ঞেস করলাম!কই থেকে এসেছেন,বললো বগুড়া মহস্থানগড় থেকে,তারপর আর সেভাবে কথা হলোনা ওনারা চলে গেলো।তবে হাতিটা কি যেন একটা মায়া রেখে গেলো।এটা ভাবতে ভাবতেই বাসায় এসে গেলাম।

এসে গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম।খেয়ে রেস্ট নিয়ে মাঠের উদ্দেশ্য করে রওনা হলাম।যেয়ে দেখি বৃষ্টি। তাই বসে পড়লাম এক কোণায় আমরা তিন বন্ধু।হুট করে বাদাম আসলো তাই ২০ টাকার বাদাম নিয়ে তিন বন্ধু একটা ভালো সময় পের করলাম।এইভাবে খেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো।বাসার উদ্দেশ্য করে রওনা হলাম।বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম।

তারপর বাহিরে যেয়ে দোকানদার আংকেল এর সাথে গল্প করলাম।উনি অনেক অসুস্থ তাই বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন বলে চলে আসলাম।এসে খাবার খাইলাম।খেয়ে লিখতে বসলাম।

আজ সন্ধ্যার পর থেকেই অসুস্থ অসুস্থ লাগছে তাই আর না লিখে এখানেই শেষ করতে চাচ্ছি।সকলে দোয়া করবেন ভালো থাকবেন,ভালোবাসা অবিরামIMG2020081513223801.jpeg- 2020081517480788101.jpeg

Sort:  

Is this elephant a circus elephant? Or does anyone raise this elephant? #onepercent #bangladesh

Where did you see this elephant ? Is it passing outside of your home?
#onepercent

#bangladesh

The photo of those cow was beautiful.