The diary game : 10/08/2020

in #thediarygame4 years ago

আজকের সকাল শুরু হয়েছে আমার ঠিক ৬ টায় পর পর।এরপর উঠে ফ্রেশ হয়ে মোবাইল চাপতে চাপতে আবার ঘুমিয়ে গেছি।ঘুম থেকে উঠে দেখি আবার ১১ টা বাজে।তারপর সকালের নাস্তা করলাম।সকালের খাবার শেষ করে ফ্রেশ হয়ে বাহিরে গেলাম।

তারপর এখানা ফোন আসলো বিয়েতে ফটোগ্রাফি করার জন্য।সেখানে চলে গেলাম।আমার ফুফাতো ভাই এর ফ্রেন্ড এর বিয়ে।সেখানে গায়ে হলুদ এর ইভেন্ট করলাম ১২ টা অবদি।তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আবার বিয়েতে গেলাম।বিয়েতে গিয়ে বরের কিছু ছবি নিলাম।তারপর বরের সাথে করে বু এর বাসার উদ্দেশ্য করে রওনা হলাম।ওখানে গিয়ে ৫ টার দিকে পৌছালাম। গিয়ে খাওয়া দাওয়া করে আবার সেই পিক ক্লিক করা।

দেন পিক তোলা শেষে আবার ফ্রেশ হয়ে বসে থাকলাম সবার সাথে আড্ডা দিলাম।বিয়েতে অবেক মজাই হলো অনেক মানুষের সাথে চেনা জানা হলো অনেক কিছু নতুন করে শিখলাম বুঝলাম।একটা বিয়ে কত দায়িত্ব তা বুঝি আমি প্রায় প্রায়।কারণ মাঝে মাঝে আমাকে বিয়েতে যেতে হয় একজন ফটোগ্রাফার হিসাবে।তাই বুঝতে শেখা যায় সেখানে কত ঝামেলা।

তারপর আবার বাসার উদ্দেশ্যকরে রওনা হলাম।আসার সময় বাইকে আসলাম।যাওয়ার সময় অবশ্য মাইক্রোতে গিয়েছিলাম।অনেক গরম লাগছে বাট আশার সময় অনেক মজা করেই আসছি।

আসার পর আবার কিছু পিক তুলতে হলো দেন সবার সাথে দেখা করে বাসার দিকে রওনা হলাম।
বাসার আসলাম এসে ফ্রেশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ঢুকে পড়লাম।তারপর সব চেক করে ফ্রেশ হয়ে আবার বস্লা।বসার পর পর কারেন্ট চলে গেলো।এখনো কারেন্ট নাই।

আজকে ব্যস্ততার কারণে কোন পিক তুলতে পারলাম না।আশা করি সবাই ভালো আছেন।সবার জন্য দোয়া রইলো ভালোবাসা অবিরাম..

Sort:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team