1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 05/10/2020
আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপর সুরা ইয়াছিন তিলাওয়াত করলাম।
ফয়সাল, QVJW+XC Saidpur
আজকে আর হাঁটতে যাইতে পারি নি। কারণ মধ্যে রাত থেকে বৃষ্টি হচ্ছিলো। তাই নামাজ পড়ে আবার কিছুক্ষণ ঘুমাইছিলাম।
তারপর বিছানা থেকে উঠে গেট খোলার জন্য নিচে গিয়ে দেখি গেটের সামনেই রিড়াল পায়খানা করে রেখেছে। গেট খোলার পারে সেই পায়খানা পরিস্কার করলাম। দুই বালতি পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলাম।
তারপরে দাঁত ব্রাশ করলাম। তারপর মুখ ধুয়ে ১ গ্লাস লেবু পানি খাইলাম।
তারপর গোসল সেরে নিলাম। তারপর সবাই মিলে সকালে নাস্তা করলাম।
তারপরে দোকানে গেলাম। দোকান খুলে বাজারে যাই বাসা জন্য সবজি আনতে। এখন বর্ষা কাল বাজারে সবজি সরবরাহ কম তাই দামও অনেক বেশি। পটোল, ঝিঙে, চিচিঙ্গা, পেঁপে ও মরিচ কিনলাম, রিকশা উঠে বাসায় আসি বাজার দিয়ে আবার দোকান যাই।
সবজি, QVJX+9J Saidpur
দোকান গিয়ে কয়েক জোড়া বালার কাজ শুরু করি। প্রথমে ব্রোঞ্জ সোনা একত্র করে আগুন দিয়ে ঝালাই করা হয়। তারপরে মেশিন দিয়ে পাত তৈরি করি। তার পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে গোল করে সোহাগা দিয়ে জয়েন্ট দিয়ে বালা তৈরি হয়। তারপরে সেটা নকশা কারিগরের কাছে দিয়ে নকশা তৈরি হয়। তারপরে চাজ সোনার কালার করে চাজ ভরে তৈরি করা হয় বলা। বালা তৈরি অনেক কঠিন কাজ।
দুপুরে যোহর নামাজ পড়ে বাসায় আসি। হাতমুখ ধুয়ে দুপুরের খাবার খাই। তারপর খানিকটা সময় টিভি দেখি। তারপর ঘন্টা খানেক ঘুমাই।
তারপর বিকেলে ছাদে গিয়ে গাছ গুলোতে পানি দিয়ে আসি। তারপর আসরের নামাজ পড়ে দোকান যাই। আজকে আমার পাঁচ আনা সোনা আর তিন জোড়া বালা বিক্রি হয়েছে।
সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এসে ছেলেদের সাথে নিয়ে চা নাস্তা করলাম। তারপর এশার আজান শুনে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষ দোকান যাই দোকানে কাজগুলো শেষ করে রাত সাড়ে ৯ টায় দোকান বন্ধ করে বাসায় আসি।
তারপর হাত-মুখ ধুয়ে টিভিতে খবর দেখি। মেয়েদের সঙ্গে নিয়ে রাতের খাবার খাই। খানিকটা সময় টিভি দেখি, তাদের গল্প করি, হাসি ঠাট্টা করি।
তারপরে ১২ টায় বিছানা ঝার দেই৷ কারণ বিছানায় কোন পোকামাকড় থাকলে সেগুলো নিচে পরে যায়। মশা প্রচুর হওয়ার কারণে মশারী টানাই৷ তারপর ঘুমাই পড়ি।
বসবাস #Bangladesh
ধন্যবাদ।
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.