The Diary Game Season #3 THE DIARY GAME : 1/10/2020steemCreated with Sketch.

in #thediarygame4 years ago (edited)

আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেতে পাইনি। একটানা ৮ ঘন্টা ঘুম হয়েছে টেরই পাইনি। ফজরের নামাজের কাজা হয়েছে। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নেই৷ তারপর মুখ ধুয়ে নেই৷

তারপর লেবু পানি খেয়ে। ছাদে যাই আজকে দুইটা গাছের টব পালটায় দিয়েছি ভেঙে গেছিলো বাজার থেকে দুইটা বালতি নিয়ে আসছিলাম। সেই বালতিতে ডালিম আর পেয়ারা গাছ দুইটা লাগাইছি। তারপরে গাছ গুলোতে পানি দেই। আমি গাছে পানি দেওয়ার সময় প্রতিদিন একটা কাক পানি খেতে আসে মগে পানি থাকে কিন্তু সেই পানি কাকটা খায়না ও টাটকা পানি খাবে। মগের পানি ফেলে টাটকা পানি দেই ঐ পানি খেয়ে উরে যায়। আজও এসেছে পানি খেতে পানি দেই কাকটা সেই পানি খায়। নিচে এসে গোসল সেরে সকালে নাস্তা করি ডিম ভাজা ডাল দিয়ে রুটি খেয়ে দোকান যাই।

আমার বেগুন গাছ

20201002_145512.jpg

দোকানের ছেলেদের কাজ গুলো দেখিয়ে দিয়ে আমি ব্যাংকে যাই। ব্যাংকে কাজ সেরে দোকান যাই। দিনেশ দাদার দুই জোড়া বালার কাজ আজেন্ট। আজকেই ডেলিভারি দিতে লাগবে। তারা তারি উনার কাজ গুলো শুরু করি। তিন জন মিলে এক সাথে কাজ করি প্রায় আড়াই ঘন্টা সময় ধরে বালা তৈরি করি। তার পরে নকশা তৈরি কাজে পাঠানো হয়।

তার পরে ছেলেরা দুপুরের খাবার খেয়ে এলে। আমি বাসা এসে হাতমুখ ধুয়ে দুপুরের খাবার খাই খানিকটা সময় বিশ্রাম নিয়ে আবার দোকান যাই। দোকান গিয়ে নকশা থেকে বালা গুলো এনে সোনার রং করে চাজ ভরিয়ে দিনেশ দাদাকে দিয়ে উনার কাছে বালা টাকা বুজে নিয়ে চা নাস্তা করিয়ে বিদায় দিয়ে আসরের নামাজ পড়তে মসজিদে যাই। নামাজ পড়ে দোকান আসি অন্য কাজে হাত দেই। কাজে সবার সাথে কথা বলি গল্প করি হাসি আনন্দ হয়।

মাগরিবের নামাজ পড়ে ছেলেদের জন্য চা নাস্তা ব্যবস্থা করি। আজকে ওদের জন্য মোগলাই আর মিষ্টি আনাই সবাই এক সাথে চা নাস্তা করলাম। বাকি সবকাজ শেষ করে একটু এশার নামাজের জন্য মসজিদের যাবো। নামাজ পড়ে দোকান আসবো কাজ গুলো গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় আসবো। হাতমুখ ধুয়ে টিভিতে খবর দেখবো কিছুক্ষণ। মেয়েদের সঙ্গে নিয়ে রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলের বসে সবাই এক সাথে রাতের খাবার খাবো।

তারপর খানিকটা সময় টিভি দেখবো। সবাই একসাথে গল্প করবো, হাসি আনন্দ করবো। তার পরে ১২ টায় সবাই ঘুমাতে যাবো।

বসবাস #Bangladesh

ধন্যবাদ।

Sort:  

Thank you for taking part in The Diary Game on Steem.

And thank you for setting your post to 100% Powerup.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য

Hello majeda!

Congratulations! This post has been randomly Resteemed! For a chance to get more of your content resteemed join the Steem Engine Team