বুক রিভিউ (" দ‍্য লস্ট সিম্বল- ড‍্যান ব্রাউন" )

in আমার বাংলা ব্লগ2 months ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার, ৬ ই নভেম্বর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000591561.jpg


বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য



------------
বইয়ের নামদ‍্যা লস্ট সিম্বল
লেখকড‍্যান ব্রাউন
অনুবাদমোহাম্মদ নাজিম উদ্দিন
ক‍্যাটাগরিথ্রীলার
প্রকাশনীবাতিঘর
প্রথম প্রকাশঅক্টোবর, ২০০৯
দাম৬০০ টাকা


কাহিনী সংক্ষেপ


1000591562.jpg

1000591563.jpg

1000591564.jpg

1000591566.jpg

1000591567.jpg

1000591568.jpg


হঠাৎ নিজের বন্ধু পিটার সলোমন এর ফোন পেয়ে ছুটে যায় হার্ভার্ড এর প্রফেসর রবার্ট ল‍্যাংডন। ইউএস ক‍্যাপিটাল ভবনে গিয়ে সে জানতে পারে তার বন্ধু পিটার সলোমন তাকে কোন নিমন্ত্রণ পাঠায়নি। তার নাম করে অন্য একজন পাঠিয়েছে। ঐ ভবনেই রবার্ট ল‍্যাংডন দেখতে পাই পিটারের কাঁটা ডান হাত। এবং ঐটা যে পিটারের হাত সেটা সে বুঝতে পারে হাতের ঐ ফিনিক্স পাখি এবং তেএিশ সংখ‍্যা খচিত একটা আংটি দেখে। ঐটা একটা ম‍্যাসনিক আংটি। অর্থাৎ যেসব ম‍্যাসন তেএিশ ডিগ্রিতে আছে তারাই ঐ আংটি পড়ে থাকে। পিটারের ঐ অবস্থা করেছে তার নাম মালাখ। সে একটা গোপন সত্য জানতে চাই। যেটা হাজার বছর পরে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এবং সেই গোপন জায়গা টা ঠিক কোথায় সেটা জানা যাবে ম‍্যাসনিক পিরামিড এবং কি স্টোন এর মাধ্যমে।

এইজন্যই রবার্ট কে কৌশল করে নিয়ে আসা। মালাখ শর্ত দেয় যদি রবার্ট ঐ জায়গাটা টা তাকে খুজে বের করে না দেয় তাহলে সে পিটারকে মেরে ফেলবে। এমন একটা জায়গা যেখানে লুকানো আছে প্রাচীন প্রজ্ঞা। অর্থাৎ যেই জ্ঞান মানুষ কে ঈশ্বরের মতো ক্ষমতার অধিকারী করে দিতে পারে। যে জিনিস খারাপ মানুষের হাতে পড়লে অনেক বড় বিপর্যয় হতে পারে। মালাখ সেটাই চাই। আর সেই ম‍্যাসনিক পিরামিডের সমাধান করা একমাত্র সম্ভব হার্ভার্ডের প্রফেসর রবার্ট ল‍্যাংডনের পক্ষেই। কিন্তু এখানে রাষ্ট্রীয় নিরাপত্তা ইস‍্যু থাকায় জড়িয়ে যায় আমেরিকার সিআইএ। তারাও জানতে চাই সেই প্রাচীন প্রজ্ঞা কোথায় লুকানো আছে। সেখানে কীভাবে যেতে হবে। কিন্তু তারা সেটা প্রকাশ করতে দিতে চাই না। ।


1000591578.jpg

1000591576.jpg

1000591613.jpg

1000591571.jpg

1000591612.jpg


এভাবেই এগিয়ে যেতে থাকে। সেই সত্য উৎঘাটন করতে গিয়ে মৃত্যুঝুকিতে পড়ে যায় রবার্ট ল‍্যাংডন। প্রায় মৃত্যুর দর্শন পেয়ে ফিরে আসে। অন‍্যদিকে পিটার সলোমন এবং তার বোন ক‍্যাথারিন সলোমন জানতে পারে পিটারের ছেলে জাখারি কে তুরস্কের জেলে খুন করেছিল এই মালাখ। শুধু তাই না দশ বছর আগে তাদের বাড়িতে এসেছিল মালাখ একটা পিরামিডের খোঁজে ম‍্যাসনিক পিরামিড। এবং সেটা না পেয়ে সে পিটারের মা কেউ খুন করে। এখন সেই মালাখের কাছেই আছে পিটার সলোমন। কী এমন সেই প্রাচীন জ্ঞান কী এমন সেই প্রাচীন প্রজ্ঞা যেটা লুকানো আছে। আর যেটার খোঁজ চাই মালাখ। শেষে গিয়ে মালাখের আসল পরিচয় জানা যায়।যেটা একেবারেই চমকে দেওয়ার মতো। সেটা আপনারা জানতে পারবেন বইটা পড়লে। আমি স্পয়লার দিলাম না। যারা একেবারে জমজমাট থ্রীলার পছন্দ করেন তারা পড়তে পারেন।



ব‍্যক্তিগত মতামত



ড‍্যান ব্রাউন অনেক জনপ্রিয় একজন লেখক থ্রীলার জগতে। তার সবচাইতে জনপ্রিয় বই দ‍্য দ‍্যা ভিঞ্চি কোড আমি পড়েছি কয়েক মাস আগে। এবার শুরু করেছি তার অন‍্যতম জনপ্রিয় একটা বই দ‍্যা লস্ট সিম্বল। এটাও একেবারে অসাধারণ বলা যায়। শেষ মূহূর্ত পযর্ন্ত সেই সিক্রেট টা ধরে রাখা হয়েছে। এবং একটা কৌতূহল তৈরি করে গিয়েছে লেখক। তবে লেখক বলেছেন এটা নাকী একেবারে সত্যি ঘটনার উপর লেখা। এইরকম সত্যি কিছু প্রাচীন জ্ঞান বা প্রজ্ঞা লুকিয়ে রাখা হয়েছে। যেটা খারাপ মানুষের হাতে পড়লে ঘটতে পারে বিপর্যয়। সবমিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে বইটা। আপনারা থ্রীলার পছন্দ করলে পড়তে পারেন। এখানে বিজ্ঞানের অনেক দারুণ বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png