☆꧁আমার বাংলা ব্লগের থিম সং এর প্রস্তুতি ꧂☆

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব

☆꧁আমার বাংলা ব্লগের থিম সং এর প্রস্তুতি ꧂☆


1000008371.jpg



সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

বন্ধুরা - দেখতে দেখতে আমার বাংলা ব্লগের তৃতীয় বছর পূর্তি উদযাপন এসে যাচ্ছে। আপনারা অনেকেই অবগত আছেন যে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আমি একটি থিম সং লিখেছিলাম। এবং একটি জনপ্রিয় শিল্পী এর কন্ঠে গাঁইযেছিলাম। আমাদের প্রাণপ্রিয় দাদা সহ কমিউনিটির সবাই এই গানটি পছন্দ করেছিলেন।

তারই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি আর একটি থিম সং লিখেছি। আর সেই গানটি গাওয়ানোর জন্য হালিম বয়াতি স্টুডিওতে আমরা সবাই গানটির সুর কেমন হলে ভালো হয় সেটা নিয়েই আলোচনা করছি। সেই সাথে গানটির দু একটি শব্দের পরিবর্তন করেছি। ছন্দটাকে ঠিক মেলানোর জন্য।
আশা করছি এবারে থিম সংটিও আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে।
কারণ গানটি সুন্দর এবং মার্জিত পরিবেশনা করার জন্য আমি আমার চেষ্টার ত্রুটি করছি না। নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেন গানটির মাধুর্যতা বৃদ্ধি পায়। বন্ধুরা এবারের গানটি ডুয়েট কন্ঠে হবে। তাতে করে হয়তো গান আরো বেশি সুন্দর শোনাবে। যেদিন আপনারা গানটি শুনতে পাবেন সেদিন আপনারাই বিচার করবেন গানের কথাগুলো কেমন হয়েছে। সুরটা কেমন হয়েছে। সেটা বিবেচনা করার জন্য আপনাদের উপর দায়িত্ব দিয়ে রাখলাম।

1000008372.jpg

আশা করছি আগামীতে আরও সুন্দর সুন্দর গান রচনা করতে পারব আমার বাংলা ব্লগকে ঘিরে।
আমাদের প্রাণপ্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগকে আরো বেশি শক্তিশালী এবং সমৃদ্ধিশালী করতে আমরা নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে এবারে আমি বেশ অন্যরকম কিছু আইডিয়া মাথায় এনেছিলাম। বিশেষ কিছু কারণে হয়তো বাস্তবায়ন করতে পারলাম না বা পারবো না। তবে আইডিয়াটাকে ধারণ করে রাখলাম আগামীতে কাজে লাগাবো। আমার বাংলা ব্লগে তৃতীয় বর্ষপূর্ত উদযাপন আমরা সবাই ধুম ধাম নিয়ে পালিত করব এই আশা ব্যক্ত রেখে আজকের মত বিদায় নিচ্ছি।

থিম সং টি সকলেই শুনবেন ১১ই জুন। আশা রাখছি সেদিন দারুন উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা আজ আর কথা বাড়াচ্ছি না। আজকের মত বিদায় নিচ্ছি। আগামীতে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হব আমি সেলিনা সাথী আপনাদের সঙ্গে।
টা টা,,,

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়:

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার আজকের পোস্টটির শুরুর দিক থেকে অধীর আগ্রহ নিয়ে পড়ছিলাম যাতে শেষের দিকে আপনার লেখা গানটি শুনতে পারব। কিন্তু না, আমার ধারণা ভুল হয়ে গেল এখন অপেক্ষা করতে হবে ১১ জুন পর্যন্ত। মনে কি একটা আশা দিয়ে রাখলেন আপু। এখন তো বারবার মনে হচ্ছে কখন ১১ ই জুন আসবে। যাই হোক আপনার লেখা যেহেতু গান তার মানে অবশ্যই সেটা শুনতে অসম্ভব সুন্দর হবে দারুন ছন্দ মেল এবং ভাবের মিল রেখেছেন এটাই আশা করছি।

 2 years ago 

আসলে আমি মনের মত করে গানটি লেখার চেষ্টা করেছি। এবং গানের বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার বাংলা ব্লগের সাথে। বাকি মতামত আপনাদের জন্যই ছেড়ে দিলাম। 🌹❤️🌹

 2 years ago 

আসলে এত সুন্দর একটা উদ্যোগের জন্য আপনাকে অনেক সাধুবাদ জানাই। আমরা আশায় রইলাম গানটি শোনার জন্য। আর আগের বারের ন্যায় এবারের গানটিও অনেক বেশি সুন্দর হবে। আসলে আমরা সবাই অপেক্ষায় রইলাম।

 2 years ago 

চেষ্টা করেছি এবারের গানটি আরো সুন্দর করার। কতটুকু পেরেছি তা জানি না। 11 তারিখ আপনারা শোনার পরেই মতামত দেবেন আশা করি। আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম। 🌹❤️🌹

 2 years ago 

থিম সং বিষয়টি নিশ্চয়ই দারুন একটি উদ্যোগ হবে। আমি আশা করি সকলেই গানটি পছন্দ করবেন। স্টুডিওতে আপনাদের কম্পোজ ও সুরারোপের বিষয়টি সত্যিই প্রশংসনীয়। সবমিলিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আর শুভকামনা রইলো ।
💐👏

 2 years ago 

সেদিন অনেকেই ছিল এই গানটি যেদিন আমরা স্টুডিওতে কথা এবং সুর নিয়ে কাজ করছিলাম।
আমার প্রিয় আমার বাংলা ব্লগের জন্মদিনে আমি প্রানপনে চেষ্টা করেছি গানটি সুন্দর করার।
🌹🌹

 2 years ago 

এত সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশায় থাকলাম গানটা শোনার জন্য। বেশ দারুন একটা বিষয় আপনি মাথায় নিয়েছেন। আসলে কমিউনিটিকে ভালোবেসে আমরা অনেক কিছু আশা করি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

কমিউনিটিকে ভালোবেসেই গতবারও লিখেছিলাম একটি থিম সং আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
অন্তহীন ভালোবাসা কমিউনিটির জন্য। 🌹🌹

 2 years ago 

গতবছরের থিম সং টা সত্যিই দারুণ ছিল। আমি এখনো দাদা ইউটিউব চ‍্যানেলে গিয়ে গানটা শুনি। এবারেও এই উদ‍্যোগটা নেওয়া হয়েছে দেখে ভালো লাগছে। যাইহোক আপু অপেক্ষায় থাকলাম আমাদের নতুন থিম সং এর জন্য। আশাকরি এবারের টা গত বছরের থেকেও ভালো হবে। আপনার জন্য শুভকামনা আপু।

 2 years ago 

আমিও মাঝে মাঝে দাদার youtube থেকে গানটি শোনার চেষ্টা করি। আমি চেষ্টা করেছি এবারের গানটিও ভালো করার বাকিটা আপনারাই মতামত দেবেন শোনার পর। 🌹🌹