বিশ্বস্ত হচ্ছি ||@shy-fox 10% beneficiary

আশাকরি সবাই ভালো আছেন, সবার সময় ভালো যাচ্ছে এই কামনাই করি । আমিও মোটামুটি ভালোই আছি, আমার জায়গাতে । তবে চেষ্টা করছি প্রতিনিয়ত ভিন্নতা রাখার জন্য, যদিও প্রতিনিয়ত ভিন্নতা রাখা একটু কঠিন ,তবে সাধ্যমত চেষ্টা করে দেখছি । যাইহোক বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আমার পাঠকদের কাছে বিষয়টা ভালো লাগবে ।
মনে,
যে প্রথম জায়গায় করেছিল,
সেই জায়গা সে নিজেই ফাঁকা করেছে।
এখন যে বসত করছে ,
তার কিন্তু কোন অস্তিত্ব
প্রথম থেকেই ছিল না ।
হুট করে উড়ে এসে জুড়ে বসার মতো ব্যাপারটা হয়েছে । তবে আর যাই বলুন ,মন্দ হয় নি । অচেনা মানুষ যখন হুট করে ,আপন হয়ে যায় । তাকে সম্মান করতে দোষ কোথায় ।
বিসর্জিত হতে গিয়েছিলাম
হুট করে এসে হাত ধরেছিল,
তারপর থেকে আর হাত ছাড়ে নি ।
আর প্রথম জন, মশাইতো
বিসর্জনের স্বাদ পাইয়ে দিয়েছিল।
কি অদ্ভুত ব্যাপার,
কেউ বাঁচাতে চায়
আবার কেউ ডুবাতে চায়
আবার কেউ
ডোবা দেখেও শান্তি পায় ।।
কি হচ্ছে না হচ্ছে,
এসব নিয়ে আর ভেবে লাভ নেই।
যে হাতটা ধরে আছে,
তাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চাই ।।
যে নিজের থেকে হাত ধরে, সে কিন্তু হাত ছাড়ে না বা ছাড়তেও চায়না । যাইহোক , আমি এমনটা বিশ্বস্ত হচ্ছি আমার সাংসারিক জীবনের সময় অতিবাহিত হওয়ার মাধ্যমে। ডাক্তার বেশ ভালোভাবেই হাত ধরেছে ।। যাইহোক আমাদের দাম্পত্য জীবনের জন্য আপনারা আশীর্বাদ করবেন ।।
"ধন্যবাদ "
আপনার কবিতাটি যদিও অনেক ছোট কিন্তু এর অর্থ একটা মানুষের জীবনকে ঘিরে রাখে সেই মন প্রাণ উজাড় করে ভালবাসবো কত সহজেই তাকে ছেড়ে চলে গেল। যার সাথে চেনা নাই জানা নেই সেই এসে নতুন জীবনের আলো দেখাতে শুরু করলো সত্যিই অসাধারণ লিখেছেন আপু কবিতাটি। হোক সেটা আপনার জীবন এবং আমার জীবন। আমাদের সাথে এত সুন্দর একটা কবিতা ভাগা ভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
কবিতার টার মধ্যে অনেক গভিরতা রয়েছে।আসলেই অচেনা মানুষ যখন খুব আপন হতে চায় তাকে সুযোগ দেঅয়া উচিত। হুট করে যে আপনার হাতটা ধরবে সে আর জাই করুক ছেড়ে যাবে না।দারুন কবিতা লিখেছেন আপু।
অনেক ভালো লাগলো আপনি বর্তমানের বাস্তব চিত্রটা তুলে ধরেছেন এবং ভাইয়ের সঙ্গে আপনি অনেক সুখী আছেন এবং ভবিষ্যতেও আপনারা সুখে থাকবেন সেই কামনাই করি ।
এটা একদম ঠিক বলেছেন আপু।যা চলে গেছে তা গেছে তা নিয়ে এতো ভাবতে নেই।কারণ আমি মনে করি এসব শুধুই সময় নষ্ট। কি সাবলীল ভাষায় তুলে ধরেছেন সবটা, সত্যিই দারুণ।
অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাবি, আপনার এবং আমাদের ভাইয়ার দাম্পত্য জীবন আরো সুখের হোক এটাই দোয়া করি। আমাদের ছোট আম্মুর জন্য দোয়া রইল। অনেক খুশি আমাদের মাঝে কবিতার সুরে আপনাদের ভালোবাসার কথা উপস্থাপন করেছেন। পোস্টটি পড়ে অনেক ভালো লাগছে।
"যে হাতটা ধরে আছে,
তাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকতে চাই"
আপনার লেখা এই লাইনটি আমার খুবই ভালো লেগেছে। প্রথমের ছবিটি দেখে খুবই রোমান্টিক মনে হচ্ছে আপু। দারুন একটি রোমান্টিক ছবি দিয়ে শুরু করেছেন আজকের কবিতা। যেই হাত একবার ধরেছেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাই উত্তম। পৃথিবীতে চলার পথে বাধা-বিপত্তিকে অতিক্রম করতে একটি শক্ত হাত খুবই প্রয়োজন। সকল বিপদকে মুকাবিলা করে এই হাত আপনাকে একদিন রক্ষা করবে। আপনাকে অনেক ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ সবাইকে সুন্দর মন্তব্য করেছেন। সবার জন্য শুভেচ্ছা রইলো।