গতকালের দুপুর
তখনো ঘুমিয়েই ছিলাম, হঠাৎই গিন্নি এসে বললো—মা ফোন দিয়েছিল, বলেছে তার স্কুলে পিকনিক হচ্ছে, সেখানে আমাদের উপস্থিত থাকার জন্য। যেহেতু আমরা যেখানে থাকি সেখান থেকে মায়ের স্কুল খুব বেশি দূরে নয়, বলতে গেলে সন্নিকটেই; তারপরও কর্মব্যস্ততার কারণে সেভাবে যাওয়া হয়ে ওঠে না।
আসলে সবাই ব্যস্ত নিজের নিজের জীবন নিয়ে—এটাই মূল কথা। কেউ তা অকপটে স্বীকার করে, আবার কেউ স্বীকার করতে চায় না।
যেহেতু মা দুপুরের আগেই ফোন দিয়েছিলেন, তাই মোটামুটি আমাদের প্রস্তুত হওয়ার যথেষ্ট সময় ছিল। তাই গিন্নিকে বললাম—সমস্যা নেই, আমরা পিকনিকে উপস্থিত হব। এমন সিদ্ধান্তের পরে বাবু আর গিন্নি ভীষণ উৎফুল্ল হয়ে উঠলো।
অবশেষে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে রওনা দিলাম মায়ের স্কুলের উদ্দেশ্যে। আধা ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছে আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম। আমাদের দেখে মা যেমন খুশি হয়েছিলেন, তেমনি মায়ের সহকর্মী ও ছাত্রছাত্রীরাও বেশ আনন্দিত হয়েছিল। এদের আর অল্প কিছুদিন পরেই মাধ্যমিকে ওঠা। প্রাথমিক জীবনের বেশিরভাগ সময়ই তারা মায়ের স্কুলেই কাটিয়েছে।
আমি মাঝেমধ্যেই মাকে নিয়ে চিন্তায় পড়ে যাই—আগামী বছরই তিনি অবসরে যাবেন। তারপর কীভাবে একাকীত্বের জীবনযাপন করবেন, সেটাই ভাবায়। এখন প্রতিনিয়ত ছোট বাচ্চাদের সঙ্গে মিশে পাঠদান করিয়ে সময় কাটান; আগামী বছর থেকে হয়তো আর সেই সুযোগটি থাকবে না।
দীর্ঘ জীবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। স্থানীয় এলাকায় মায়ের যে কত ছাত্রছাত্রী আছে, তা বলার অপেক্ষা রাখে না। কেউ হঠাৎ আমার পারিবারিক পরিচয় শুনে যখন বলে—“তুমি অমুক ম্যাডামের ছেলে?”—তখন মায়ের জন্য কিছুটা গর্ববোধ করি।
সব মিলিয়ে গতকালের সময়টা দারুণ কেটেছে। বাবু এবং গিন্নি ভীষণ খুশি ছিল, তাছাড়া দীর্ঘদিন পর মাকে পেয়ে আমিও কিছুটা মানসিক প্রশান্তি পেয়েছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






স্কুলের পিকনিকে গিয়ে সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন ভাই। তাছাড়া শায়ান তো মনে হয় বাচ্চাদের সাথে বেশ আনন্দ করেছে। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, শায়ান বেশ ভালই সময় কাটিয়েছিল ভাই। ধন্যবাদ আপনাকে।