তামান্না হোটেলের নতুন শাখাতে কাটানো মুহূর্ত।
স্থানীয় এলাকার উপজেলা রোডের শুরুতেই রনিদের অনেক পুরনো একটি ভাতের দোকান ছিল। পরে ওর বাবা অনেক কষ্ট করে সেটিকে একটি হোটেলে রূপান্তর করেন। খাবারের ব্যবসার সবচেয়ে বড় বিষয় হলো কাস্টমারের মন জয় করা, বিশেষ করে স্থানীয় মানুষের।
যেহেতু তারা পুরনো ব্যবসায়ী, তাছাড়া তাদের হোটেলের খাবারের মানও ভালো ছিল, তাই ধীরে ধীরে তারা ব্যবসার প্রসার ঘটানোর চেষ্টা করছিল।
ভিডিও লিংক
এই শাখাটি খুব সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখন খাবারের ব্যবসায় হোটেলের সাজসজ্জা ও ডেকোরেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা বেশ বড়সড় জায়গায় নতুন শাখাটি গড়ে তুলেছে। সামনে গাড়ি রাখার জন্য পার্কিং স্পেস আছে।
হোটেলে ঢুকতেই কাবাব-হালিম ও ফাস্টফুড জাতীয় খাবারের একটি জোন চোখে পড়ে। ভিতরে আবার দুই ক্যাটাগরির বসার জায়গার ব্যবস্থা রয়েছে। খাবারের তালিকায়ও আছে নানান বৈচিত্র্য—দেশীয় মাছ-ভাত থেকে শুরু করে বিরিয়ানি, পোলাও কিংবা চাইনিজ—সবই যেন এক জায়গায় পাওয়া যাচ্ছে।
রনি আমার বাল্যবন্ধু, আর তার বাবার সঙ্গেও আমার বেশ ভালো সম্পর্ক। তাই আমাকে দেখামাত্রই আঙ্কেল খুব খুশি হয়েছিলেন। এরপর আমরা ভিআইপি স্পেসে বসে নিজের পছন্দের খাবার অর্ডার করলাম।
বলতে গেলে, গতকাল সন্ধ্যায় দারুণ সময় কেটেছে। ইচ্ছা আছে পরবর্তীতে পরিবার নিয়ে যাওয়ার। তাছাড়া সেখানে কাটানো মুহূর্তগুলোকে কেন্দ্র করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি—আশা করি আপনাদের ভালো লাগবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR







তামান্না হোটেলে তো দেখছি অনেক কিছুই পাওয়া যায়। আসলে এতো আইটেম পাওয়া গেলে কাস্টমার বেশি যাবে এবং বিক্রি ভালো হবে। এতে করে ব্যবসায় দ্রুত উন্নতি লাভ করতে পারবে। যাইহোক অনেক অনেক শুভকামনা রইলো তাদের জন্য। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আপনার সাবলীল মন্তব্যের জন্য।