আজকের দিনলিপি

in #todays-vlog2 months ago

আমি, নাজমুল ইসলাম ছাকিব। পড়াশোনা সরকারি বাঙলা কলেজে। পড়াশোনার জন্য থাকতে হয় পরিবার ছেড়ে ঢাকাতে। ইদের ছুটিতে গ্রামে আসা। পবিত্র রমজান মাসের দীর্ঘ ছুটির পরে ২১ এপ্রিল সারাদেশে স্কুল-কলেজ ভার্সিটি খোলার কথা ছিল। পরিবার ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছিল। শুধু মনে হচ্ছিল যেকোনো ভাবে যদি থেকে যেতে পারতাম । অবশেষে রেডি হয়ে ব্যাগ কাঁধে নিলাম। এদিকে গাড়িও এসে পড়েছে। চলে যেতে হবে। তখনই ফেসবুকে একটা পোস্ট দেখলাম তীব্র তাপদাহের কারণে সারাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বাড়ানো হয়েছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পড়ে প্রজ্ঞাপন দেখে বুঝলাম আসলেই বন্ধ ঘোষণা করেছে শিক্ষা-মন্ত্রনালয়। মনটা আনন্দে নেচে ওঠল। আরও এক সপ্তাহ থেকে যেতে পারব পরিবারের সাথে।
২০- এপ্রি ল ২০২৪।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65540.15
ETH 3522.97
USDT 1.00
SBD 2.48