ভ্রমণ-:ডিসি পার্কে নৌকা প্রদর্শনীর মুহূর্তগুলো।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
গত সপ্তাহে আপনাদের মাঝে ডিসি পার্কে ঘোরাঘুরি করার মুহূর্তটা শেয়ার করেছিলাম। যেখানে ছিল ফুলের বাহার। তবে অনেকগুলো ফুলের ছবি আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। কিন্তু সেই ফটোগ্রাফি গুলো চেষ্টা করবো রেনডম ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে আজকে ডিসি পার্কে ঘুরাঘুরি করার আরেকটা পর্ব শেয়ার করব। এই পর্বে থাকবে নৌকা প্রদর্শনী নিয়ে বিভিন্ন রকম ফটোগ্রাফি। যেখানে অনেক রকমের নৌকা, হাজার হাজার বছর পুরনো নৌকাগুলো প্রদর্শনী করে রাখা হয়েছে।
ডিসি পার্কের ফুলের বাগানের একদম শেষের দিকে এ প্রদর্শনীর আয়োজনটা করা হয়েছে। বিশাল আকারের জায়গা জুড়ে ডেকোরেট করা হয়েছে। জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। দূর থেকে দেখেই সে দিকে গিয়েছিলাম। তবে প্রচন্ড রোদ ছিল। রোদের কারণে অনেক বেশি অসহ্য লাগছিল। যাইহোক সেখানে গিয়ে বাইরে থেকে বেশ কিছু ফটোগ্রাফি করা শুরু করে দিলাম। আসলে ভেতরে যাওয়ার অনুমতি নেই। ভেতরে গেলে অনেক মানুষ ঢুকে যাবে আর নৌকাগুলো যে কোন ভাবে নষ্ট করে ফেলবে। সে জন্যই মূলত ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি।
এজন্য আমরা বাইরে থেকেই দেখছিলাম। বিভিন্ন রকম নৌকা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এগুলো অনেক অনেক বছর পুরনো নৌকা। কিছু কিছু নৌকা কাঁচের বক্সের মধ্যেই রাখা হয়েছে। সেগুলো অবশ্য ছোট নৌকা ছিল। যতটুকু বাইরে থেকে পেরেছি ততটুকুই ছবি তুলে নিয়েছি। কারণ সেখানে অনেক মানুষ বাইরে থেকে ছবি তুলছিল। সেটাও অনেক বেশি বিরক্তিকর লাগছিল। খুব সুন্দর করে যে ছবি তুলব সেই জায়গাটাও পাচ্ছিলাম না। ছোট ছোট নৌকাগুলো বেশি দেখা যাচ্ছিল। বড় নৌকাগুলো বেশি ছিল না। দুই একটা বড় নৌকা ছিল যেটা মাঝ বরাবর ছিল।
এজন্যই দূর থেকে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছি। আজকে এই ফটোগ্রাফি গুলোয় শেয়ার করলাম। আসলে চারিপাশে শুধু ফুল আর ফুল। শুধু এই জায়গাটা ভিন্ন রকম করা হয়েছে। এটা একদম শেষে প্রান্তে। তারপরে ঘুরে গিয়ে আবার প্রথম রাস্তায় যাওয়া হয়ে থাকে। যদিও আমরা সেদিকে আর যাইনি। এদিকে চলে এসেছিলাম। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর চলে গেলাম বিভিন্ন রকম পেইন্টিং প্রদর্শনীর দিকে। সেটা না হয় অন্যদিন শেয়ার করব। তবে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।
আশা করি আজকের ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি মুহূর্তটা আপনার উপভোগ করবেন। ডিসি পার্কটা আসলে বেশ সুন্দর ছিল। বিভিন্ন রকম জিনিসের ভরপুর ছিল বিধায় সেখানে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছিল।আগামী পর্বে শেয়ার করব চিত্র প্রদর্শনীর মুহূর্তগুলো। সেখানে বেশ সুন্দর কিছু ছবি ছিল।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনার শেয়ার করা ব্লগ পড়ে বেশ ভালো লাগলো। প্রায় সময় ডিসি পার্কের ফটোগ্রাফি গুলো এবং মুহূর্তগুলো শেয়ার করেন পড়ে আমার ভীষণ ভালো লাগে। ডিসি পার্ক থেকে নৌকা প্রদর্শনী গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু। খুব ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য দেখে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
❤️❤️🫶
https://x.com/bristy110/status/1898612800077131913
ডিসি পার্কে নৌকা প্রদর্শনীর মুহূর্তগুলো দারুন ভাবে শেয়ার করেছেন।ডিসি পার্কে নৌকা প্রদর্শনী একটি চমৎকার সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন।প্রদর্শনীতে অংশ নেওয়া নৌকাগুলোর নকশা ও কারুকার্য সত্যিই প্রশংসনীয়। স্থানীয় শিল্পীদের দক্ষতা ও শৈল্পিক মনের পরিচয় এখানে ফুটে উঠেছে। আপনার সুন্দরতম মুহূর্তগুলো আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জি ভাইয়া সেখানে সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগতো। যদিও খুব বেশি ছবি তোলা হয়নি। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম।
আপনার এই পোষ্টের মাধ্যমে ডিসি পার্কের নৌকা প্রদর্শনী দেখে অনেক বেশি ভালো লাগলো। আমাদের এখানে কখনো এমন নৌকা প্রদর্শনী দেখিনি। তবে আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর কিছু নৌকা দেখতে পেলাম, যা বর্তমান সময়ে সচরাচর আমরা দেখতে পাই না। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য এবং আমাদের মাঝে এত সুন্দর নৌকা প্রদর্শনী শেয়ার করার জন্য।
আমিও সেদিন প্রথমবারের মতোই এই নৌকা প্রদর্শনীর আয়োজন দেখতে পেয়েছি ভাইয়া। দেখে বেশ ভাল লেগেছিল।
অনেকগুলো নৌকা সেখানে দেখতে পেয়েছিলাম ছোট বড় এবং বিভিন্ন ডিজাইনের।পুরো এরিয়া ফুলে ফুলে সজ্জিত ছিল। আর এই জায়গাটি আসলে ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা বলে মনে করছি। যাই হোক বেশ ভালো সময় কাটিয়েছিলাম তখন।ধন্যবাদ তোমাকে সবার উদ্দেশ্যে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছ জায়গাটা বেশ সুন্দর করে অনেকগুলো নৌকা দিয়ে সজ্জিত ছিল।
হাজার হাজার বছরের অনেক পুরনো নৌকাগুলো খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে। দেখে একদম নতুন মনে হচ্ছে তার সাথে পুরো জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন। দিছি পার্কে নৌকা প্রদর্শন এর মুহূর্ত গুলো আমাদের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এত সুন্দর সুন্দর নৌকাগুলো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জ্বী আপু এগুলো একদম নতুন মনে হচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে না অনেক বছর পুরনো। কিন্তু খুবই সুন্দর ছিল সবগুলো।
এই প্রদর্শনীতে এত রকমের নৌকা দেখে বেশ অবাক লাগলো। এরকম নৌকা দিয়ে তৈরি করা প্রদর্শনী এর আগে কখনো দেখিনি। তাই এই ধরনের নৌকার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের নৌকা সাজানো দেখে প্রদর্শনীর অভিনবত্ব সম্বন্ধে ধারণা পেলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তুলে এই ব্লগটি সাজিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
আমিও সেদিন প্রথমবারের মতো এই নৌকার প্রদর্শনী দেখেছিলাম। দেখে ভীষণ ভালো লেগেছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Tempat nya sangat bagus sekali, Suasana nya juga sangat menyenangkan. Keren sekali.
Salam kenal ya 👋