ট্রাভেল: কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ-১৫ তম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩০ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
আমি আর সুমন ভাই কক্সবাজার সমুদ্র সৈকতে অনেকটা সময় ধরে ফটোগ্রাফি করেছিলাম। ঘুরে ঘুরে ছবি তুলতে তুলতে সময় কেমন কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। সমুদ্রের ঢেউ, মানুষের কোলাহল আর চারপাশের দৃশ্য একসাথে ক্যামেরায় বন্দী করতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। প্রতিটি মুহূর্তই যেন একেকটা স্মৃতি হয়ে উঠছিল।
ফটোগ্রাফি করার সময় শুধু ছবি নয়, খাবারের স্বাদও আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছিল। বিশেষ করে সমুদ্র সৈকতে ঘোরার সময় পাহাড়ি কলা খেয়েছিলাম। পাহাড়ি কলার স্বাদ একেবারেই আলাদা, মিষ্টি আর সুস্বাদু। আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছিল।
বান্দরবান ভ্রমণের সময়ও আমরা কয়েক জায়গায় পাহাড়ি কলা আর পেঁপে খেয়েছিলাম। পাহাড়ি ফলের আলাদা স্বাদ থাকে, আর সেগুলো খেলে মনে হয় প্রকৃতির কাছাকাছি চলে গেছি। তাই কক্সবাজারেও একই স্বাদের আনন্দ আবারও উপভোগ করতে পেরে ভালো লেগেছিল।

সবচেয়ে আনন্দ পেয়েছিলাম বাচ্চাদের স্নানের সময় করা খেলাধুলার ছবি তুলতে গিয়ে। তারা সমুদ্রের পানিতে ছুটোছুটি করছিল, বালিতে গড়াগড়ি খাচ্ছিল আর একে অপরের সাথে মজা করছিল। তাদের সেই সরল হাসি আর খুশির মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল।
সবকিছু মিলিয়ে আমাদের সময়টা ছিল ভীষণ সুন্দর। ফটোগ্রাফি, পাহাড়ি কলার স্বাদ আর বাচ্চাদের খেলার আনন্দ এই ছোট ছোট মুহূর্তগুলোই কক্সবাজার ভ্রমণকে আরও রঙিন আর স্মরণীয় করে তুলেছিল।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: কক্সবাজার
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon












Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1976489090330865959?t=3l743NT6ihvA9-B1AbFaCA&s=19
https://x.com/aongkonbd/status/1976488412656922917?t=hQ4IDDTCyS5Vv2h7P1yUfw&s=19
@tipu curate 2
Upvoted 👌 (Mana: 7/9) Get profit votes with @tipU :)
Wow @aongkon, what a fantastic post! It's wonderful to see you sharing your passion for travel and photography within the vibrant "আমার বাংলা ব্লগ" community. The cover photo is beautifully crafted, and your enthusiasm for exploring natural beauty really shines through.
Your upcoming story about your trip to Cox's Bazar has definitely piqued my interest - I'm eager to hear more about your adventures there! It's also inspiring to see your dedication to contributing creative content and uplifting the community. Keep up the amazing work! I think many people will be able to learn a lot from the way you present your content, it's very personal and easy to read. What was your favorite part about your trip to Cox's Bazar?
I'm really looking forward to hearing more!
সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। আর ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে ভাই। চমৎকারভাবে আপনি ফটোগ্রাফি করেছেন।
কক্সবাজার ভ্রমণের আজকে আপনি ১৫ তম পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে এত সুন্দর ভাবে সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগছে৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি দেখেও অনেক আনন্দ কাজ করছে৷ খুবই সুন্দর ভাবে সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷