friends means travelling

in #travel8 years ago

ছুটি পরিবারের ১৩ তম ভ্রমণ ছিলো এটি। সারারাত ট্রেনে আড্ডা আর গান গাইতে গাইতে সকালে সীতাকুন্ড নামি। তারপর নাস্তা সেরে মেঘে ঘেরা চন্দ্রনাথে ট্রেকিং শুরু করি। মাত্র ২ ঘন্টায় ই আমরা চূরায় চলে যাই প্রায় ১৩০০ ফিট!!
দুপুরে লাঞ্চ সেরে হাত পা সব বুকে নিয়ে (ব্যাথায় ) গেলাম গুলিয়াখালিতে। দারুন পরিষ্কার একটা জায়গা। তবে ভাটা থাকায় পানি বেশ দূরে ছিলো। আমরা ফিরতে ফিরতে যদিও জোয়ার চলে এসেছিলো!

image

সারাদিন দারুন সময় কাটিয়ে রাতের মধ্যে আবার ঢাকা ফিরে আসি আমরা। টিমের প্রত্যেকটি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারনেই এত দারুন একটি ট্যুর উপভোগ করলাম।
image