মেলায় ভ্রমণ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মেলায় ভ্রমণের বেশ কিছু পর্ব ইতোমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে নতুন একটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
মেলায় ভ্রমণ:

Location
মেলায় ভ্রমণের প্রত্যেকটি মুহূর্ত দারুণভাবে কাটিয়েছিলাম। তাইতো স্মৃতিগুলো এখনো মনে পড়ে। যদিও বেশ কিছুদিন আগে মেলায় ভ্রমণ করেছিলাম। তবে যখনই মেলায় ভ্রমণের স্মৃতিগুলো মনে পড়ে তখনই মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করি। মেলায় ভ্রমণের যে একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানোর মত নয়। অন্য রকমের একঅনুভূতি।

Location
শিল্প ও বাণিজ্য মেলা গুলোতে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। তাইতো মেলায় ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে। যখন আমরা নতুন কোথাও ঘুরতে যাই তখন সেই জায়গাটি যেমন ভালো লাগে তেমনি যখন আমরা মেলায় প্রথম যাই তখন সবকিছু দেখেই অনেক বেশি ভালো লাগে। আর ভালো লাগার জিনিস গুলোই কেনাকাটা করতে ইচ্ছে করে।

Location
মেলায় ঘুরে ঘুরে সব কিছু দেখেছিলাম আর অনেক বেশি আনন্দ করেছিলাম। মেলায় ঘুরে ঘুরে টুকিটাকি জিনিসপত্র কিনতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর ঘুরাঘুরি করে সবকিছু দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সন্ধ্যার দিকে মেলায় গেলে সত্যি অনেক বেশি আনন্দ হয়। আর সেই আনন্দের মুহূর্তগুলো সব সময় স্মরণীয় হয়ে থাকে।

Location
মেলায় ভ্রমণের মুহূর্তগুলো যখন সুন্দর ভাবে উপভোগ করছিলাম তখন ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর পছন্দের জিনিসগুলো কেনার চেষ্টা করছিলাম। আসলে মেলায় গিয়ে যে যার মত অনেক সুন্দর সময় কাটাই। আর অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যায়। তাই তো সময়টা অনেক ভালোভাবেই কাটে। মেলায় ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তই যেন অনেক বেশি সুন্দর।

Location
অনেকদিন আগে যেহেতু মেলায় ভ্রমন করার সুযোগ হয়েছিল তাই বেশ কিছু স্মৃতি ইতোমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। আর মেলায় ভ্রমণের প্রত্যেকটা মুহূর্তই যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি তাইতো পর্ব আকারে শেয়ার করে চলেছি। তেমনি আজকে সুন্দর একটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি মেলায় ভ্রমণের আজকের পোস্ট সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/i/status/2000531789329445205
https://x.com/i/status/2000531789329445205