হঠাৎ শহরে ঘোরাঘুরি করার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
হঠাৎ শহরে ঘোরাঘুরি করার মূহুর্ত

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘোরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আজ হঠাৎ করেই একটা প্রয়োজনে শহরে গিয়েছিলাম। তবে একটা কাজের জন্য মাঝ পথে নেমে গিয়েছিলাম। তবে যাবার পরে দেখি দোকান বন্ধ। তবে সেই দোকানে আমার অনেক প্রয়োজনীয় কাজ রয়েছে।বন্ধ দেখে আমরা সবাই মিলে পাশ দিয়ে ঘুরছিলাম। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমরা যখন গিয়েছিলাম তখন দেখি লোকজনের অনেক ভীর। আসলে পাশেই ছিল স্কুল আর স্কুলে ছিল বাচ্চাদের পরীক্ষা।অনেক দিন পরে এভাবে বাচ্চাদের পরীক্ষার হল থেকে বের হতে দেখলাম। তারপর পাশেই আমার চাচাত বোনের বাসা। হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে গেল। তারপর বেশ কিছু সময় কথা বললাম। তবে এদিকে আমাদের তাড়া ছিল তারজন্য আমরা তারাতাড়ি অন্য ওখান থেকে চলে আসলাম।

তারপর আমি আর আমার জা মিলে একটা রিক্সায় রওনা দিলাম। সত্যি বলতে বাচ্চাদের রেখে অনেক দিন পরে এভাবে গিয়েছিলাম তাই মনে হয়েছিল যেন কিছু সময়ের জন্য কলেজে ছিলাম। আসলে কলেজ জীবনে এমন ভাবে অনেক ঘোরাঘুরি করেছি। তাই হঠাৎ করেই সেই দিনের কথা গুলো মনে পড়ে গেল। সত্যি বলতে মাঝে মাঝে এভাবে নিজের জন্য কিছু সময় দিতে হয় আরকি। বেশ ইনজয় করেছিলাম। আমাদের সবার উচিত মাঝে মাঝে এভাবে ঘোরাঘুরি করা।

তারপর আমরা পাশে আরো কিছু সময় ঘোরাঘুরি করেছি। সত্যি আমাদের সবার উচিত মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া।যদিও হঠাৎ করেই ঘোরাঘুরি করেছি। বেশ ভালো সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।






https://x.com/MimiRimi1683671/status/1993697550478840156?t=Q__N-VgtEMl_XR2Aij6bDQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1993698200390422856?t=lm-EH2pUGp4PX_QSjIpxgA&s=19
আপু ঘুরাঘুরি করার মজাই আলাদা। আর শহরে এবং গ্রামের ঘুরাঘুরির মধ্যে আলাদা পার্থক্য থাকে। তবে ওইখানে স্কুলে পরীক্ষা থাকার কারণে একটু মানুষ বেশি ছিল মনে হয়। আর আপু ঘুরাঘুরি করলে অনেক সময় পুরনো স্মৃতি মনে পড়ে যায়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।