Magic Paradise Park the most beautiful amusement park in bangladesh
Magic Paradise Park is one of the most beautiful amusement park in Bangladesh. The park is situated at cumilla kotbari near Cumilla university
ম্যাজিক প্যারাডাইস পার্ক (Magic Paradise Park) কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক, ২০টির অধিক রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইজ পার্কের গেটটি বেশ আকর্ষনীয়। মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সবার জন্যেই
ম্যাজিক পার্ক খরচ ও সময়সূচী
ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকেট ফি জনপ্রতি ২০০ টাকা। ওয়াটার পার্ক এর প্রবেশ ফি ৩০০ টাকা, বিভিন্ন রাইডের টিকেট ৫০-১০০ টাকা করে। একসাথে কয়েক রাইড মিলিয়ে বিভিন্ন ধরণের প্যাকেজ আছে। আপনি চাইলে আলাদা আলাদা ভাবে না টিকেট কিনে একসাথে প্যাকেজের টিকেট ও কিনতে পারবেন। ৬ বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকেট লাগে না
আশেপাশে দর্শনীয় স্থান
যদি আপনি অনেক দূর থেকে ম্যাজিক পার্কে যান, তাহলে হয়তো খরচ ও সময়ের হিসেবে আপনার জন্যে ব্যয়বহুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাল হবে যদি আপনি সময় নিয়ে কুমিল্লা গিয়ে ম্যাজিক পার্ক দেখার পাশাপাশি এইখানে কাছেই আরও কিছু দর্শনীয় জায়গা ঘুরে বেড়ান। ম্যাজিক পার্কের কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। কুমিল্লা শহরে রয়েছে ধর্মসাগর দিঘি অথবা যেতে পারেন কুমিল্লা সিলেট রোডের পাশের ময়নামতি ওয়ার সিমেট্রিতে
প্যাকেজের ধরণ | প্যাকেজ মূল্য |
---|---|
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড | ২০০ টাকা |
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস | ৩৯৯ টাকা |
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৬টি ড্রাই পার্ক রাইড | ৪৯৯ টাকা |
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৩টি ড্রাই পার্ক রাইড | ৪৯৯ টাকা |
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ওয়াটার প্যারাডাইস + ৬টি ড্রাই পার্ক রাইড | ৬৯৯ টাকা |
প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৬টি ড্রাই পার্ক রাইড | ৪৯৯ টাকা |