I went to buy a house today.

in Traveling Steem2 months ago

Assalamualikum

আসাকরি করি আল্লাহর অশিস রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ছো,আপনাদের দুয়া এবং ভালো বাসাই আমিও অনেক ভালো আছি। ছো আজো আপনাদের মাঝে শিয়ার করছি আজ আমি কত মাছ ধরিছি। আসা করি এইটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

1000003935.jpg

ঘড়ি নিয়ে স্ট্যাটাস, Ghori niye status
ঘড়ি চলে, সময় কে কোলে ক’রে নিয়ে, আর মানুষ চেয়ে থাকে ভবিষ্যতের দিকে বাঁচার প্রত্যাশায়।
কাজের ফাঁকে ঘড়ির দিকেও চোখ রেখো, কারণ কাজগুলো সময় মত শেষ করতে হবে, তাই সময়ের খেয়ালও রাখতে হবে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, সাহসী একটি দিন কিভাবে ভয়ঙ্কর রাতে ডুবে গেছে।
বার বার ঘড়ি দেখো না; বরং যা করা উচিৎ তাই করো এবং নিজের কাজ চালিয়ে যাও।
ঘড়ির কাঁটা শেষের দিকে যেতে শুরু করলে মানুষ ঈশ্বরকে নিয়ে বেশি চিন্তা করতে শুরু করে।
আমি অনেক আগে থেকেই ঘড়ির বিপরীতে দৌড়াতে অভ্যস্ত।
আপনি হয়তো ঘড়িতে পেরিয়ে যাওয়া সময় ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু আবার নতুন উদ্যম নিয়ে নতুন ভাবে কাজ শুরু করতে পারেন৷

1000003934.jpg

একজন অখ্যাত কবি ঘড়ির মত নিজেকে পুনরায় একই পথে আবিষ্কার করেন।
সময় মত কাজ করা মানুষের জন্য খুব প্রয়োজনীয়, তাই মানুষ ঘড়ি আবিষ্কার করেছে৷
আমার কোন অ্যালার্ম ঘড়ির প্রয়োজন হয় না, আমার আবেগই আমাকে সময় অনুসারে জাগিয়ে তোলে!
ঘড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করিসময় নিয়ে উক্তিসম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মাঝে মধ্যে কেনো জানি নিজেকে দেয়াল ঘড়ি বলে মনে হয়। সব সময় টিক টিক করে ঘুরে চলেছি।

আমাকে নিজে ঘড়িটি পরিচালনা করতে হবে, এর দ্বারা নিজে পরিচালিত হলে চলবে না।
সবাই যখন আপনার ঘড়ির দিকে তাকিয়ে থাকে তখন বুঝবেন যে এই ঘড়িটি প্রতিনিধিত্ব করছে যে আপনি কে, আপনার মূল্যবোধ এবং আপনার ব্যক্তিগত ধরণ কি রকম !

1000003936.jpg

ঘড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করিদুঃসময় নিয়ে উক্তিসম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ঘড়ি নিয়ে মেসেজ, Thoughtful messages about clock in Bangla
দেয়াল ঘড়ির একটি ঘন্টা কাটানোকেও অনন্তকাল বলে মনে হতে পারে। তবে সেই রকম কিছু হওয়াটা সময় কিভাবে ব্যয় করা হচ্ছে তার উপর নির্ভর করে।
ঘড়ি কখনো কারো জন্য থামে না, কখনো অপেক্ষাও করে না। এই করে সময়ের সাথে আমাদের বয়সও বেড়ে যাচ্ছে।
ভুলগুলো শোধরাতে গিয়ে নতুন করে আবার ভুল করি কখনো দেখেছ সময়ের উল্টো দিকে চলে যান্ত্রিক ঘড়ি?
জীবনের কর্তৃত্ত্ব সময়ের হাতে, আর সেই সময় জানান দেওয়ার জন্য ঘড়ির কাঁটাটাকে বক্রপথেই চলতে হয়। এমতাবস্থায় জীবন কী করে একটা সরলরেখা বরাবর অক্লেশে চলতে পারে?

আপনি কখনই হয়তো জানেন না যে আপনার ঘড়িটি কীভাবে চলছে, তবে এটি চলতে থাকে – এবং সর্বদা আপনার ধারণার চেয়ে দ্রুত গতিতে চলে।
ঘড়িগুলি যেমন ভাবে সেট করা আছে তেমনি চলতে থাকে, কিন্তু মানুষ সর্বদাই অনিয়মিত থাকবে, কখনও স্থির হয়ে থাকবেনা, ফলে কখনও কিছু নিয়ে নিশ্চিত হতে পারবে না।
একাকিত্বেরা প্রহর গোনে, ঘড়ির কাঁটার সাথে, অবসাদের ভীষণ দাপটে মৌনতা বিরাজমান চারিপাশে৷

ঘড়ির কাঁটা বিশ্রামহীন ভাবে চলছে, একের পর এক ঘন্টা কেটে যাচ্ছে। এভাবেই অতীতের মাত্রা বৃদ্ধি পায়, আর ভবিষ্যত সরে যায়।
অর্থ দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয়! অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয়! অর্থ দিয়ে রক্ত কেনা যায় জীবন নয়! অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, তবে মানুষের মন নয়।
চলন্ত ঘড়িটাকে থামাবার দরকার কি? তার পথে আমরাই কাঁটা। জীবনের ঘনঘটা ” আত্মাটা রগচটা।বার বার জেগে ওঠে।করতে চায় বিদ্রোহ ‘ বিদ্রোহী হওয়ার ভুত চেপেছে তার।

1000003937.jpg

ঘড়ি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করিসময়ানুবর্তিতা নিয়ে উক্তিসম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
ঘড়ি নিয়ে কবিতা ও ছন্দ, Poems and shayeri about clock

1000003938.jpg

ঘড়ির দুইটি ছোটো কালো হাত ধীরে, আমাদের দু’জনকে নিতে চায় সেই শব্দহীন মাটি ঘাসে, সাহস সংকল্প প্রেম আমাদের কোনোদিন সেদিকে যাবে না, তবুও পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কি গভীর সহজ অভ্যাসে।
নগরীর দরজার পর দরজা ভেদ করে হেঁটেছি পথ ধরে, একই রাস্তায় একি তোরণ সে যে।হেঁটে হেঁটে একই ছবি বারে বারে।প্রতিটি তোরণের মাথার উপর তাকিয়ে আছে মস্ত বড় ঘড়ি।প্রতিটি ঘড়ির রঙ নীল।ঘড়ির কাঁটাগুলো কালো।
বিচ্ছিরি লাগে ঘড়ির আকৃতি প্রকৃতি, খুব কুৎসিত যে তার ক্ষণ বিন্যাস ,দাগকাটা অঞ্চল একেকটা জীবন বিচ্ছেদের বীণ, সময়সীমা, উপন্যাস, যেখানে মাপা হয় জীবনের যতো আয়োজন, জন্ম থেকে কবরের দূরত্ব, কাঁটাগুলো যেনো তার তীর বল্লম ধনুক তলোয়ার, আধুনিক মারণাস্ত্র।

টিক্ টিক্ চলে ঘড়ি, টিক্ টিক্ টিক্, একটা ইঁদুর এল সে সময়ে ঠিক। ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল, টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল। অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া, ঘড়ির উপর থেকে পড়ে লাফাইয়া। ছুটিয়া পালায়ে গেল আর না আসিল, টিক্ টিক্ টিক্ ঘড়ি চলিতে লাগিল।।
ঘড়ির কাঁটা যতই আগাও, স্বভাব আমার তেমন, বোকা কাঁটা ঘুরবে শুধু রইবো ছিলাম যেমন।ঘণ্টা মেপে কাজ করিনা , করি নিজের মতো, ফাঁকি দেবার রাস্তা খোলা …পাহারা দেবে কতো?
টিকটিক করে ঘড়ি সকাল আর রাতে, ঘড়িগুলো চলছেই দেয়াল আর হাতে।

হাতের ঘড়িটা ফস্কে গেছে সেই কবেহারালো না চুরি হলো – জানতে পারিনি, আজকাল অনেক কিছুই জানতে ইচ্ছা করে না ! কি হবে এতো জেনে – আমি তো কোন রাজনৈতিক নেতা নই -মোটাপেট’ওয়ালা কোন পুলিশ নিয়ে আসবেনাআমার জন্য একটা ঘড়ি – কারো হাত কেটে ।
আমার সময় থমকে আছে! তবু কিভাবে চলে ঘড়ির কাঁটা? এক, দুই,তিন, দিন,মাস, বছর-এভাবেই হয়তো চলে যাবে দিন গুলো ..তুমিও ফিরবেনা! আমিও ফিরবোনা! সেই বেঞ্চটা হয়তো খালি থেকে যাবেনা , শুধু থমকে যাবে একটা সময়…হৃদয়ে সৃষ্ট হবে একটা মরচে পড়া অকেজো ঘড়ি।
ঘড়ির তিন পাটে তে গড়ন সারা বয়লারের মেশিনের গড়া।তিনশ ষাটটি স্ক্রুপ মারা , ষোলজন পাহারায় আছে।মন আমার দেহ ঘড়ি সন্ধান করি ..কোন মিস্ত্ররী বানাইয়াছে, মন আমার দেহ ঘড়ি।
পূর্ণিমা নিয়ে উক্তি, বিভিন্ন বিষয় সম্পর্কিত উক্তি, ক্যাপশনের পসরা সাজিয়ে প্রতিনিয়ত আমরা হাজির হয়ে যাই আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আপনাদের প্রত্যেকটি অনুভূতির মূল্য আমাদের কাছে অপরিসীম আর তাই সেই প্রতিটি অনুভূতিকে বাঙ্ময় করে তোলার জন্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি হাজারো Bengali quotes, Bengali captions , Bengali status এবং আরও অনেক কিছু যা সম্পূর্ণভাবে স্বতন্ত্র , মার্জিত এবং রুচিশীল। তবে শুধুমাত্র উক্তি এবং ক্যাপশনের মধ্যেই আমাদের এই ওয়েবসাইট সীমাবদ্ধ নয়। এখানে রয়েছে বিখ্যাত মানুষের biography, Viral news , Government scheme details, Bengali moral stories, Bengali jokes, English captions for facebook and Instagram and many more. অবাক হচ্ছেন, তাই তো ? একই ওয়েবসাইটে এতকিছু? আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব ! তাই দেরি না করে আমাদের ওয়েবসাইটে লগইন করুন, আর পেয়ে যান আপনার মন যা চায়! তাই এবার থেকে অনুসন্ধানের পালা শেষ!! এখন থেকেই শুধুই SATISFACTION !
আমাদের পরিষেবাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল নীচে :
Bengali quotes ~ বাংলা উক্তি বা Bengali quotes মানুষের বক্তব্য প্রকাশের এক সর্বোৎকৃষ্ট মাধ্যম । আর সেই quotes বা উক্তিগুলি যদি হয় রুচিশীল এবং মার্জিত তাহলে তা একটি আলাদা মাত্রা পায় । আমাদের বাংলা উক্তির বিপুল সম্ভারে রয়েছে সেরকমই কিছু মনোগ্রাহী বিষয়সমূহ যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন মুহূর্তে কার্যকরী হওয়ার পূর্ণ দাবি রাখে।

*সো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দুয়া করবেন। আমি যেনো আপনাদের জন্য আগামিতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি।সবাই আমার জন্য দুয়া করবেন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন।আর কারা কারা এখনো তাদের ফেমেলির সাথে থাকো বলেদিও একটু| আর ফেমেলিতে মেহমান আসলে তুমার কেমন লাগে,কমেন্টে বইলো।

Fee Amanillah

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

"@jswit reply-off"