ভ্রমণ :- ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ29 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20251103_170927.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে ভাতিজাদের কে নিয়ে ঘুরতে গেলাম। আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে দুইজন মাদ্রাসায় হেফজখানা থেকে পড়ালেখা করে। আর দুই তিন মাস পর তারা বাড়িতে আসেন। যদিও মাদ্রাসা পড়ালেখার কারণে তেমন সময় পাই না। আর মাঝেমধ্যে বাড়িতে আসলে তারা ঘুরাঘুরি করার সমবয়সী কোন লোক নেই। মাঝেমধ্যে আমার সাথে এদিক ওদিক ঘুরতে যাই। আর বিগত কিছুদিন আগে তারা বাড়িতে আসলেন। এবং বিকেলবেলা আমার সাথে তারা ঘুরতে বাইর হলেন। তখন আমিও তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করলাম।

IMG_20251103_171007.jpg

তারপর আমরা বিকেল বেলা আসরের নামাজের পর আমাদের গ্রামের দিকে হাঁটতে গেলাম। কারণ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব সময় কিন্তু অন্যরকম থাকে। আর এখন কিন্তু ফসলের মাঠে শুধু ধান আর ধান। আর ফসলের মাঠের দিকে গেলে এমনিতে ভালো লাগে। কারণ এখন ধানগুলো একটু লাল হয়েছে এই কারণে ধানের সৌন্দর্য উপভোগ করা যায়। আর গ্রামাঞ্চলে কিন্তু ছোট ছোট গ্রামে অনেক দোকান দেখা যায়। আমরা যখন আমাদের গ্রামের দিকে হাঁটতে গেলাম তখন ছোট্ট একটি দোকান পেলাম। দোকানদার আমাদের পরিচিত তাই আমরা দোকানের সামনে দাঁড়ালাম। আর তিন পাশ থেকে তিনটি রাস্তা একত্রিত হল।

IMG_20251103_171001.jpg

আর তিন পাশের রাস্তার কারণে কাস্টমার ও এই দোকানে বেশি। আর এইখানে কিন্তু রাস্তা গুলো পাকার কারণে অনেক মানুষ এইখানে এসে আড্ডা দেয়। আর আমরা যখন ওইখানে গেলাম পরিচিত কিছু লোক ছিল তাই তাদের সাথে কিছু সময় কাটালাম। আর এইসব জায়গাতে ঘুরতে গেলে এমনিতে মন ভালো হয়ে যায়। যদিও ভাতিজা দুইজন আমার বয়সে অনেক ছোট। তারপরও তাদের সাথে ঘুরতে গিয়ে অনেক ভালো লাগলো। কারণ ঘুরতে গেলে অনেক কিছু উপলব্ধি করা যায়। আর দুর দুরন্ত থেকে মানুষ আসে আমাদের এইখানে ঘোরার জন্য। কারণ দূরদূরান্ত থেকে যখন মানুষ আসে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারে।

IMG_20250929_172707.jpg

আমাদের গ্রামাঞ্চলে অনেকে কিন্তু আবার শহরে থাকে। আর তাদের পরিবারগুলো যখন গ্রামে ঘুরতে আসে তারা কিন্তু অনেক সুন্দর সময় কাটাই। আর আমরা যখন গ্রামে বাস করি তখন সবসময় সৌন্দর্য উপভোগ করতে পারি। আর সত্যি বলতে আমরা অনেকক্ষণ পর্যন্ত ওইখানে ছিলাম। আর তিন রাস্তার তিন জায়গা থেকে আসার কারণে বলতে গেলে জায়গাটিতে মানুষের আনাগোনা বেশি। আবার পাশে একটি জায়গার মধ্যে মাটি ভরাট করেছে বাড়ি করার জন্য। এই কারণে ওই মাঠের মধ্যে অনেকে আবার সময় কাটায়। আর এখন হালকা শীত এই কারণে বিকালে ঘুরতে একটু বেশি ভালো লাগে।

IMG_20250929_172714.jpg

আর দুই ভাতিজাকে নিয়ে একটু ঘুরতে গিয়ে যেমন আমার কাছে ভালো লাগলো তেমনি তাদের কাছে ভালো লাগলো। তারপর আমরা একটু রাস্তার সামনের দিকে গেলাম। আর সামনের দিকে গিয়ে আরো কিছু সময় কাটালাম। এভাবে আমরা কিন্তু মাগরিব পর্যন্ত ওইখানে অপেক্ষা করলাম এবং ঘুরাঘুরি করলাম। আর ঘুরাঘুরি করে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আর এ কারণে মাঝেমধ্যে চেষ্টা করি এদিক ওদিক ঘুরাঘুরি করতে। আর এই সময় আপনারাও যদি গ্রামের সৌন্দর্যের মধ্যে ঘুরাঘুরি করে নিজের কাছে ভালো লাগবে। আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।

IMG_20251103_170941.jpg

IMG_20251103_170935.jpg

IMG_20251103_171003.jpg

IMG_20251103_171006.jpg

IMG_20251103_171009.jpg

IMG_20251103_171015.jpg

IMG_20250928_164817.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  
 29 days ago 

ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে ভাই। মাঝে মাঝে ঘুরতে যেতে অনেক ভালো লাগে।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 29 days ago 

IMG_20251116_211049.jpg