ভ্রমণ : বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

Abb 30 ডিসেম্বর 2024

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000214185.jpg

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241212_162017.jpg

ইতিমধ্যে আমিও তাদের মাঝে বঙ্গ এগ্রো পার্ক এর একটি পর্ব শেয়ার করেছি। আসলে ওই ভাবে বলেছিলাম আমরা মেহেরপুর জেলায় গিয়েছিলাম। সেখানে আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক ইউজারের সাথে দেখা হয়েছে। যা স্মৃতিময়। আসলে পার্ক এর মধ্যে খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম আমরা একসাথে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেখানে।

20241212_161517.jpg

দুপুরে যখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে ছিলাম তখন বেশ মজা হয়েছিল। সবাই অনেক দুষ্টামি করতে করতে খেতে বসেছি। এবং পার্কের মাঝখানে সবাই গোল করে বসে যখন দুষ্টামি করতে ছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছে যেন এই তো কয়েকদিন আগে। কিন্তু আজ অনেকদিন হয়ে গেল।

20241212_161355.jpg

পার্কটি অনেক বেশি সুন্দর , আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। নাশিয়া বাবু অনেক দুষ্টামি করেছে সেখানে। সারাক্ষণ কি বিয়ার সাথে ছিল। যখন যেটা চাচ্ছে ইচ্ছে করতেছে সঙ্গে সঙ্গে কিবরিয়া তাকে কিনে দিচ্ছে। বিশেষ করে দোকান চিপ সহ আরো অনেক কিছু। কিছুক্ষণ পর পর একটা একটা জিনিসপত্রের কথা বলে থাকে। তাকে নিষেধ করার পরেও অর্থাৎ কিবরিয়াকে নিষেধ করার পরেও সে বারবার জিনিসপত্রগুলো নিয়ে দিচ্ছে।

20241212_161344.jpg

যতক্ষণ পার্কের মধ্যে ছিল ততক্ষণই দোকানের হাবিজাবি খাচ্ছিল মেয়েটা। এ পাকে আমরা অনেকক্ষণ ফটোগ্রাফি করে নিলাম। বসে বসে সবার সাথে পরে আড্ডা দিলাম। বিকালের মুহূর্তটাও ছিল দারুণ। বিশেষ করে সেখানকায় পুকুর রয়েছে। সবগুলো পুকুরের মধ্যে অনেক বেশি মাছ রয়েছে। যখন মাছগুলোকে খাবার দেয় তখন অনেক বেশি লাফালাফি করে। এই দৃশ্যগুলো দেখতে সেখানে অনেক ভালো লেগেছিল।

20241212_161224.jpg

আমরা যখন পার্কটি হেঁটে হেঁটে দেখতে ছিলাম তখন ভীষণ ভালো লেগেছিল। চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। যা আমাকে মুগ্ধ করেছে। এত চমৎকার পার্ক টিকে অনেক বেশি মিস করতেছিলাম। ভিতরে একটি শাপলা ফুলের পুকুর রয়েছে। পুরো পুকুরের মধ্যে শুধু শাপলা ফুল আর শাপলা ফুল। দেখতেও বেশ সুন্দর। সে পর্ব আশা করি পরবর্তীতে দেখতে পারবেন।

20241212_161219.jpg

মেহেরপুর জেলার খুবই সুন্দর মুহূর্তগুলো এখনও হৃদয়ে দাগ কেটে আছে। আজকের এই পোস্টের মাধ্যমে সেখানকার সকল বন্ধুদেরকে অনেক মিস করতেছি। অনেক অনেক ভালোবাসা রইলো। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির মাধ্যমে আমাদের সম্পর্ক। এখান থেকে দেখা সাক্ষাৎ সহ অনেক আনন্দ। এই মুহূর্তগুলো অনেক বেশি দারুণ। আশা করি আজকের পর্ব টা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। শেষে সবাই মিলে স্মৃতি জন্য একটি ফটোগ্রাফি করে নিলাম।

1000214185.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের সকলের জন্য। যতটুকু সম্ভব হয়েছে আমার আদেশ আনন্দের সাথে বঙ্গ এগ্রো পার্কের মধ্যে সময় পার করতে পেরেছি। জানিনা ওয়ান সৃষ্টিকর্তা কবে আবার সেই সুযোগ এনে দিবে। তবে বলতে পারি ঈদের মত আনন্দের মুহূর্ত ছিল আমাদের জন্য।

 last year 

হ্যাঁ ভাই ঈদের মতোই আনন্দের মুহূর্ত ছিল। ভাগ্যে থাকলে আবারও একসাথে হব।

 last year 

এটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয় ভাই আপনি আমাদের এলাকায় এসে আপনার সাথে সময় দিতে পারি নাই। উচিত ছিল এখানে আমারও থাকা। কিন্তু ভাগ্য সব সময় নিজের সাথে থাকে না। তারপরও ভালো লাগলো আপনারা যথেষ্ট এখানে উপভোগ করেছেন তা জানি ধন্যবাদ।

 last year 

ইনশাল্লাহ পরবর্তীতে আশা করি ভালো সময় কাটাবো।

 last year 

1000214187.jpg

1000214189.jpg

1000213966.jpg

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকার একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে পার্কের মধ্যে আমরা সেদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম। সত্যি এখন এই ছবিগুলো আমার মোবাইলে যখন আমি দেখি তখন আপনাদেরকে বেশ মিস করি ভাই। এত সুন্দর ভাবে পোস্ট লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই অনেক ভালো সময় অতিবাহিত করেছিলাম। আমরাও অনেক মিস করি মুহূর্তগুলো আর আপনাদেরকে।

 last year 

ভাইয়া আপনার পোস্টের মাধ্যমে আবার সেই দিনের কথাটা ভীষণ মনে পড়ে গেল। সবাই মিলে আমরা বঙ্গ এগ্রো পার্কে দারুন মুহূর্ত অতিবাহিত করেছি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আপনাদের সাথে দেখা হবে। সেদিন প্রথম আপনাদের সাথে দেখা হয়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আপনাদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এ ভ্রমণ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সবার সাথে দেখা করার পর আমারও বিশ্বাস হচ্ছিল না। আসলে এরকম অনুভূতি গুলো খুব ভালো লাগে।

 last year 

তুমি আজকে অনেক সুন্দর করে বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্কে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত টা সবার মাঝে শেয়ার করেছ। মুহূর্তটা অনেক বেশি ভালো কেটেছিল। সবার সাথে খুব ভালো সময় কাটানো হয়েছিল। আমার তো এখনো মনে পড়লে অনেক বেশি ভালো লাগে।

 last year 

হ্যাঁ তুমি ঠিক বলেছ , মুহূর্তটা অনেক বেশি ভালো কেটেছিল। আমারও মনে পড়লে ভালো লাগে।

 last year 

মেহেরপুর জেলায় গিয়ে আমার বাংলা ব্লগের অনেকের সাথেই পরিচয় হয়েছিল তাহলে আপনাদের। নাশিয়া মামনি পার্কে গিয়ে অনেক মজা করেছিল। ছোটরা দোকানের কিছু দেখলেই খেতে চায়, ওরা আসলে বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। কিবরিয়া ভাই নাশিয়া মামনিকে তাহলে আদর করেছে। আমার বাংলা ব্লগের সকলের সাথে বন্ধন দৃঢ় থাকে।

 last year 

হ্যাঁ অনেকের সাথেই পরিচয় হয়েছিল। আর খুব ভালো সময় কাটিয়েছিলাম সবাই মিলে।

 last year 

আপনাদের সবাইকে একসাথে দেখে বেশ ভালো লাগলো। আপনারা সবাই এক সাথে বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্কে ঘুরেছেন। আপনারা অনেক ভালো সময় পার করছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সবাই একসাথে ঘুরেছি খুব ভালো লেগেছিল। সবাই মিলে মুহূর্তটি শেয়ার করতে পেরে ভালো লাগলো।