আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে নতুন ভাইরাল গ্লাস ভিডিও করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত একটি ভিডিও হলো "ভাইরাল গ্লাস" ভিডিওটি। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একটি সাধারণ গ্লাস দিয়ে এমন কিছু কাণ্ড করা হয়েছে, যা দেখে প্রথমে চোখে বিশ্বাস হয় না। কেউ গ্লাসের ওপর পানি ঢালছে, আর গ্লাসটি সেই পানিকে জাদুর মতো ভিন্ন রূপে উপস্থাপন করছে। কখনো তা হীরের মতো ঝলমল করছে, কখনো আবার রঙ বদলে যাচ্ছে এক মুহূর্তেই।ভিডিওটির সার্থকতা শুধু প্রযুক্তির কৌশলে নয়, বরং মানুষের মুগ্ধতা তৈরির ক্ষমতায়। দর্শক যেন কিছু সময়ের জন্য ভুলে যেতে বাধ্য হয় বাস্তবতা, ডুবে যায় এক অন্যরকম কল্পনায়।
এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে স্লো মোশন, রঙ পরিবর্তনের এফেক্ট এবং কিছু দৃষ্টিভ্রম তৈরি করার বিশেষ অ্যাঙ্গেল। এসব কিছু মিলেই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের নজর কেড়ে নিয়েছে।বিশেষ করে তরুণ প্রজন্ম এই ভিডিওকে ঘিরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছে। কেউ বলছে এটি নিছকই ভিডিও এডিটিংয়ের কারসাজি, আবার কেউ মনে করছে এর পেছনে রয়েছে কোনো অজানা বৈজ্ঞানিক রহস্য। অনেকেই গ্লাসটির উৎস খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে, কেউ কেউ তো একই ধরনের গ্লাস কিনে নিজেরাই ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে।
এই ভিডিওটি শুধু বিনোদনের খোরাকই জোগায়নি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্লাস ট্রেন্ড’ নামক একটি নতুন ধারার জন্ম দিয়েছে। ভিডিও নির্মাতারা প্রতিনিয়ত এই ধারায় নতুন নতুন আইডিয়া যুক্ত করছেন। অনেকে আবার ভিডিওটি দেখে নিজেদের বিজ্ঞাপনেও সেই ভাইরাল গ্লাসকে ব্যবহার করছেন।সর্বশেষে বলা যায়, একটি ছোট্ট গ্লাস কিভাবে কোটি কোটি মানুষের নজর কেড়ে নিতে পারে, তার এক বাস্তব উদাহরণ হলো এই ভিডিও। প্রযুক্তির যুগে ভাইরাল হওয়ার রহস্য যেন এখন কল্পনাকেও হার মানায়। ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয়, নতুনত্ব আর কৌতূহলই আজকের দিনের আসল শক্তি।





সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | iPhone 11 |
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |

Vote@bangla.witness as witness

Set@rme as your proxy

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1936444181733650547?t=EyZRYeNZaK-eNI2TbFapfw&s=19
https://x.com/Riyadx2P/status/1936444343524757601?t=EyZRYeNZaK-eNI2TbFapfw&s=19
https://x.com/Riyadx2P/status/1936444515021427045?t=EyZRYeNZaK-eNI2TbFapfw&s=19
Screenshot
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
সোশ্যাল মিডিয়া এখন এই গ্লাসের ট্রেন্ড খুব চলছে। বেশ ভালোও লাগে দেখতে। আপনিও সে একই ভিডিও তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।