Rose Flower

in #troi3 years ago

আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ আজকের ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে রাখ। তো চলুন শুরু করা যাক।আজকে সুন্দর একটি কালো গোলাপ ফুল। ফুল হলো ভালোবাসার প্রতিক। ফুলকে ভালোবাসে না এমন মানুষকে খুঁজে পাওয়া যাবে এই পৃথিবীতে। অসাধারণ একটি গোলাপ ফুল। সকলের কাছে প্রিয় এই ফুলটি।এই গোলাপ ফুল অন্য রকম। এটা খুব কম দেখা যায় এই রঙের গোলাপ ফুল গুলো।আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ।

FB_IMG_1673326154254_1.jpg

FB_IMG_1673326154254_2.jpg

FB_IMG_1673326154254.jpg

এই ছবিগুলো তুলছি রাস্তার পাশে থেকে। কেমন হলো আমার ফোটোগ্রাফি তা বন্ধুরা কমেন্ট করে জানাও।