গুরু শিষ্যের লড়াই!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
রিয়াল মাদ্রিদের বতর্মান কোচ শাবি আলানচো যখন বায়ার্ন মিউনিখে খেলতো তখন সেই দলের কোচ ছিল পেপ গার্দিওয়ালা। সুতরাং তারা একটা সময় গুরু শিষ্য ছিল। কিন্তু গতরাতে তাদের আবার দেখা হয়। কিন্তু এবার ভিন্ন দলের ডাগআউটে। গতরাতে উয়েফা চ্যাম্পিয়ন লীগে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটির সাথে। রিয়ালের বতর্মান পরিস্থিতি মোটেই ভালো না। তার উপর দলের একাধিক খেলোয়ার ইঞ্জুরিতে। গত ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ছিল না। দুইজন রাইট ব্যাক ইঞ্জুরিতে ফলশ্রুতিতে ফেদে ভালভার্দে কে খেলতে হয় রাইট ব্যাকে। এই অবস্থায় সিটির সাথে ম্যাচ। রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে। যেখানে এমবাপ্পের জায়গাই ছিল গঞ্জালো গার্সিয়া। এবং রদ্রিগো ছিল রাইট উইং এ। রদ্রিগো বরাবরই ম্যানসিটির বিপক্ষে বেশ চমৎকার খেলে।
অন্যদিকে ম্যানসিটির ফর্মেশন ও ছিল ৪-৩-৩। খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত দুইটাই। ম্যাচের একেবারে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে দ্বিতীয় মিনিটেই ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু কোন লাভ হয়নি। খেলা চলতে থাকে রিয়াল মাদ্রিদ আক্রমণ করছিল বেশি। কিন্তু সিটিও বসে ছিল না একেবারেই। ম্যাচের তখন ২৮ তম মিনিটের খেলা চলছে। ডানদিক থেকে বল নিয়ে দারুণ ভাবে সিটির ডিবক্সে ঢুকে যায় রদ্রিগো। এরপর চমৎকার একটা ফিনিশ। প্রতিপক্ষ গোলরক্ষক সেটা সেভ দিতে পারেনি। রিয়াল মাদ্রিদ রদ্রিগোর গোলে এগিয়ে যায়। ম্যানসিটিকে পেলেই রদ্রিগো যেন জ্বলে উঠে। দীর্ঘ ৩২ ম্যাচ পরে সে গোল পেল। তবে রিয়ালের সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি মোটেই।
ম্যাচের ৩৫ তম মিনিটেই গোল করে ম্যানসিটি। ফলে ম্যাচে সমতা চলে আসে। এর কিছুক্ষণ পরে ম্যাচের ৪৩ মিনিটের সময় ডিবক্সের মধ্যে ফাউল করে রুডিগের। একটা পেনাল্টি পেয়ে যায় ম্যানসিটি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় আর্লিং হ্যালান্ড। ১-২ গোলে এগিয়ে থেকে রিবতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ করতে থাকে সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু দারুণ সব সুযোগ পেয়েও বেলিংহাম, ভিনিসিয়াস রা কাজে লাগাতে পারেনি। করতে পারেনি সেই অতিকাঙ্খিত ফিনিশ। ম্যাচের ৮০ মিনিটে মাঠে নামে এন্ড্রিক। এন্ড্রিক একটা দারুণ হেড দিলেও সেটা গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ফলাফল রিয়াল মাদ্রিদ কোনভাবেই গোল করতে পারেনি।
এরই মধ্য দিয়ে ৯০ মিনিটের খেলা শেষ হয়। পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে চ্যাম্পিয়ন লীগে ৬ ম্যাচে দ্বিতীয় হার রিয়াল মাদ্রিদের। এবং এই দুইটাই এসেছে ইংলিশ ক্লাবের বিপক্ষে। প্রথমটা ছিল লিভারপুলের সাথে এবং আজকে। চ্যাম্পিয়ন লীগ টেবিলে রিয়ালের অবস্থান ৭ এ। ৬ ম্যাচে পয়েন্ট ১২। এই মাসে উচলের আর কোন ম্যাচ নেই। জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের খেলা আছে বেনেফিকার সাথে। মাদ্রিদের অবস্থা মোটেই শোচনীয় না। প্রথমত ইঞ্জুরি। দ্বিতীয় কোচ শাবির ট্যাকটিস। সবমিলিয়ে মাদ্রিদ ফ্যানেরা বেশ নারাজ। গতকাল স্টেডিয়ামে নিজের দলের খেলোয়াদের তারা বু দিয়েছে। এই অবস্থা থেকে বের হতে না পারলে এই সিজেন টাও পুরোপুরি খালি হাতেই ফিরতে হবে রিয়াল মাদ্রিদকে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।














.png)



Daily task
https://x.com/i/status/1999030277134491994
Daily task
https://x.com/i/status/1999030277134491994