অপ্রত্যাশিত!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
অন্যদের মন মেজাজ খারাপ থাকার অনেক কারণ থাকে। কিন্তু আমার ক্ষেএে মন মেজাজ সবচাইতে ভালো এবং খারাপ থাকার অনেক বড় একটা কারণ আমার পছন্দের ফুটবল ক্লাব। আর সেটা রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ যেদিন খুব ভালো খেলে আমার মনটা থাকে বেশ ভালো ফুরফুরে। কিন্তু যেদিন হারে অথবা বাজে পারফরম্যান্স করে সেদিন আর কিছু বলার থাকে না। আজকেও ঠিক এই অবস্থা। গতরাতে রিয়াল মাদ্রিদ একেবারে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে। সকাল থেকে এখন পযর্ন্ত টুইটারে যায়নি ঐভাবে। গেলেই দেখব সবাই মাদ্রিদ রে একেবারে পচানি দিয়ে টুইট করে ভরে ফেলেছে। আর ফেসবুকের অবস্থা তো আরও বাজে। গতকাল ঐরকম হওয়ার কারণটা কী সেটাও ধারণা নাই। সত্যি বলতে পুরোটাই ছিল একেবারে অপ্রত্যাশিত।
গতরাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল লা লীগার অন্যতম এক ক্লাব সেল্টা ভিগোর সাথে। মাদ্রিদের থেকে স্বাভাবিক ভাবেই সেটা দূর্বল। এবং খেলাটাও ছিল রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়্যাগো বার্নাব্যুতে। মাএ ৩-৪ ম্যাচ আগেও রিয়াল মাদ্রিদ ছিল পয়েন্ট টেবিলে সবার উপরে। বার্সেলোনা থেকে পুরোপুরি ৪ পয়েন্ট বেশি ছিল। কিন্তু আজ বার্সেলোনার থেকে পুরোপুরি ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এটা মেনে নেওয়া একজন মাদ্রিদ সমর্থকের জন্য বেশ বেদনাদায়ক। ঘরের মাঠে সেল্টা ভিগোর সাথে বেশ ভালোই শুরু করেছিল রিয়াল মাদ্রিদ।বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও ইঞ্জুরির জন্য উঠে যায়। ঘটনার যেন ঐ শুরু। প্রথমার্ধ যায় গোলশূণ্য ভাবেই। তবে নাটকের শুরু হয় দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধের ৫৪ তম মিনিটে রিয়াল মাদ্রিদ গোল খেয়ে যায়। থিবো কর্তোয়ার দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না মোটেই। এর কিছুক্ষণ পরেই ম্যাচের ৬৪ মিনিটে মাদ্রিদ লেফট ব্যাক ফারান গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। রিয়াল মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হয়। তবে রিয়াল মাদ্রিদ গোলের জন্য মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ চালাতে থাকে। গোলের জন্য সব চেষ্টা করতে থাকে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অন্যদিকে মাদ্রিদ কোচ শাবি আলানচো নিজেও যেন একটা দ্বিধায় পড়ে গিয়েছিলেন ঠিক কী করবেন। নিজের মেজাজ আমি নিজেও আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না একেবারেই। কী একটা বাজে সিচুয়েশন ওখানে হয়ে গিয়েছিল সেটা বলে বোঝাবার না। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল।
রিয়াল মাদ্রিদ তখন গোলের জন্য মরিয়া। ম্যাচের সময় শেষ হয়ে যাচ্ছে। একটা ফাউল পেয়ে সঙ্গে সঙ্গে পাস করে খেলা শুরু করে রেফারি পূণরায় আবার কিক করতে বলে। ক্যারেরাস তর্কে জড়িয়ে যায় রেফারির সাথে। রেফারি তাকেও লাল কার্ড দেয়। এরপর মাদ্রিদের সব খেলোয়ার একেবারে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে যায়। এমন লাল কার্ড মোটেই ঠিক না। রিয়াল মাদ্রিদ পরিণত হয় ৯ জনের দলে। ম্যাচের একেবারে শেষ দিকে রিয়াল মাদ্রিদ আরেকটা গোল খেয়ে বসে। ফলাফল রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ম্যাচ হেরে যায়। পুরোপুরি তিন পয়েন্ট একেবারে শেষ। এতোটুকুই না। আজকের ম্যাচের পর রিয়াল মাদ্রিদের চারজন ডিফেন্ডার ইঞ্জুরড এবং দুইজন লাল কার্ড পেয়েছে। এবং পরবর্তী ম্যাচ ম্যানচেস্টার সিটির সাথে। উহহ আমি আর ভাবতে পারছি না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।









.png)



Daily task
https://x.com/Emon423/status/1997938407826423833?t=MR6F9H3KeqWHzzdgL4VrMQ&s=19
https://x.com/Emon423/status/1997938616346325425?t=r_GQN9Fvc1pxTttaZtwlSA&s=19