দীর্ঘ অপেক্ষার পর ভেরিফাইড মেম্বার হওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি বিশেষ অনুভূতি শেয়ার করব। আমি ti-taher আমার বাংলা ব্লগের বর্তমান ভেরিফাইড মেম্বার। আজ ২৯ মে ২০২৪, বুধবার সকালে আমার আইডিতে Verified Member লেভেলটি সংযুক্ত হয়েছে। এই বিশেষ অনুভূতির কারণে আজকের এই বল্গটি লিখলাম।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভেরিফাইড মেম্বার হয়েছি। এর অনুভূতিটি সত্যিই অনেক আনন্দদায়ক আমার জন্য। আমি সর্বপ্রথম এস্টিমেটের নামটি শুনেছি আমার শ্রদ্ধেহের বড় ভাই @nevlu123 ভাই থেকে। তিনি দীর্ঘদিন এ প্লাটফর্মে কাজ করে আসছেন। আমাকে সব সময় ছোট ভাইয়ের মতো দেখতেন বিধায় তিনি আমাকে এই প্লাটফর্মে কাজ করার আহ্বান জানান। এরকম একটি প্লাটফর্মে কাজ করার সুবিধা করে দেওয়ার জন্য তিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

1000004663.png

আমার বাংলা ব্লগের রেফার হিসেবে @nevlu123 ভাই ছিলেন। তিনার উৎসাহ-উদ্দীপনাটা আমার অনেক বেশি কাজে লেগেছে। পাশাপাশি আমাকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়েছেন @narocky ভাই। তিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, মূল কথা আসা যাক।

লেভেল ওয়ান ক্লাসের জন্য যখন নোটিফিকেশন আসলো একটি কৌতুহল জাগ্রত হল, কেমন হবে এই ক্লাসগুলো। আমাদের যারা সম্মানিত মোডারেটর রয়েছেন তিনারা কেমন হবেন? এ নিয়ে বড় একটি কৌতুহল তৈরি হলো। যখন লেভেল ওয়ান এর ক্লাসে জয়েন হলাম, তখন বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের সম্মানিত মডারেটর @rupok ভাইয়া পুঙ্খানুপুঙ্খানু ভাবে সবিস্তরে আলোচনা করলেন। লেকচার শীট এর বিষয়গুলো তিনি তিনার মতো করে সহজ ভাষা উপস্থাপন করলেন। ক্লাসটা করে প্রথমেই কনফিডেন্স বেড়ে গেল। কারণ আমাদের সম্মানিত মোডারেটর বারবার আমাদেরকে বলেছেন কোন জায়গা বুঝতে সমস্যা হলে প্রশ্ন করার জন্য। সে সুবাদে আমাদের অনেকেই প্রশ্ন করেছেন এবং আমি নিজেও প্রশ্ন করেছি। তিনাদেরকে প্রশ্ন করলে তিনারা খুশি হন এবং বিষয়টা খুব সুন্দরভাবেই আবার পুনরার ব্যাখ্যা করেন। পরে লেবেল ওয়ানের পরীক্ষার নোটিফিকেশন আসলো। তেমন একটা ভয়ভীতি কাজ করেনি কারণ @rupok ভাইয়ার ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝেছি। পরে লেবেল ওয়ানের ভাইভাতে আমি উত্তীর্ণ হয়েছে।

এরপর লেভেল টু এর নোটিফিকেশন আসলো। নির্দিষ্ট সময়ে ক্লাসে জয়েন হলাম, আমাদের ক্লাসটি নিলেন সম্মানিত মডারেটর @kingporos ভাইয়া। তিনিও খুব চমৎকারভাবে লেবেল টু এর ক্লাসটি লেকচার সীটের আলোকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। উনার ক্লাসের সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় ছিল, power up, ডেলিগেশনের খুঁটিনাটি বিষয়গুলো তিনি ভিডিও এর মাধ্যমে দেখিয়ে দিলেন। আইডির রক্ষার যে কলাকৌশল তা স্ববিস্তরে আলোচনা করলেন। আমাদের কী সমূহ এবং মাস্টার পাসওয়ার্ড রক্ষার সব টেকনিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেটি বুঝতে চুল পরিমাণ কোন সমস্যা হয়নি। এরপর যখন ভাইভাতে ডাক পড়লো তখন খুব সুন্দর ভাবেই লেবেল টু শেষ করলাম।

এরপর লেবেল ৩ এর নোটিফিকেশন আসলো। লেবেল ৩ এর দায়িত্বে ছিলেন আমাদের সম্মানিত @alsarzilsiam ভাইয়া। লেবেল ৩ এর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। @alsarzilsiam ভাইয়ার অসাধারণ উপস্থাপনার কারণে এটি আমাদের জন্য খুব সহজ হলো। ক্লাস চলাকালীন যখন প্রশ্নের সুযোগ দেয়, তখন যাদের বুঝতে সমস্যা হয়েছিল তারা প্রশ্ন করেছে এবং সবার সংকোচ কেটে গেল। উপস্থাপনার অসাধারণ দক্ষতা ছিল তিনার। এরপর যখন ভাইভাতে আসি তখন উত্তর দিতে কোন সমস্যা হয়নি। কারণ বিষয়গুলো খুব সুন্দর ভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন ক্লাসে। লেবেল ৩ আমরা সুন্দরভাবে শেষ করলাম।

এরপর লেভেল ৪ এর নোটিফিকেশন আসলো। লেবেল চার এর দায়িত্বে ছিলেন আমাদের সম্মানিত মডারেটর @rupok ভাইয়া। লেবেল ৪ অর্থনৈতিক লেনদেনের বিষয় তাই খুব গুরুত্ব সহকারে @rupok ভাইয়া আমাদের ক্লাসটি নিয়েছিলেন। ক্লাসে কারো প্রশ্ন থাকলে সেটি আমরা অনায়াসে করেছি এবং আমাদেরকে বারবার প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। আমরা কোনটা না বুঝলে ওনারা বিরক্ত হননি বরং উনারা খুব সুন্দরভাবে বিষয়গুলো আরও সহজলভ্য ভাবে তুলে ধরেছেন। লেবেল ৪ এর ভাইভাও আমি শেষ করেছি।

@rupok ভাইয়া যখন বলেছিলেন লেভেল ৫ এর ভাইভার জন্য সবাই প্রস্তুত থাকার জন্য, খুব শীঘ্রই লেভেল ৫ এর ভাইভা নিয়ে নিবেন। তখন কিছুটা ভয় কাজ করেছিল কারণ লেভেল ৫ ভাইবাটি নিবেন লেভেল ১-৪ পর্যন্ত সব ক্লাসের সমন্বয়। তারপরও আমার মাঝে একটি কনফিডেন্স ছিল আমি পাশ করব। যখন লেবেল ৫ এর নোটিফিকেশন আসলো, সত্যি ভিতরে একটু ভীতি কাজ করল। যখন ভাইবাতে জয়েন হলাম, তখন দেখলাম আমাদের সম্মানিত মডারেটর সবাই ছিলেন।
আমাদের সম্মানিত মডারেটররা তিনারা তিনাদের দায়িত্বের ভিত্তিতে আমাদের ভাইভা নেন। শুকরিয়া জানাই দয়াময় স্রষ্টা ও তার মহান দূত প্রাণাধিক প্রিয়নবীর দরবারে আমি লেবেল ৫ উত্তির্ন হতে পেরে।

পরিশেষে আবারো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মোডারেটর বৃন্দ @rupok, @kingporos @alsarzilsiam ওনাদের আন্তরিকতার কারণে আমি লেভেল ওয়ান-ফাইভ পর্যন্ত পাশ করতে পেরেছি। Steemit প্লাটফর্মে তিনাদের অবদান কখনোই ভুলবো না। তিনাদের জন্য মনের গভীর থেকে শ্রদ্ধা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাইয়া প্রথম আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন ক্লাস শেষ করেছেন এবং কাজের ধারাবাহিকতায় আজকে আপনি ভেরিফাইড মেম্বার হয়েছেন বিষয়টা খুবই ভালো লাগলো। এখন আপনিও আমাদের মত একজন ভেরিফাইড মেম্বার এতে আমরা নতুন একজন সদস্য পেলাম এটা খুবই ভালো লাগছে। আর এখানে এডমিন মডারেটর এরা খুবই দক্ষতার সাথে আমাদের ক্লাস নিয়ে থাকেন তাই আমরা আমাদের ধারাবাহিকতায় অগ্রগতি হতে পারি। আপনার সামনের দিন শুভ হোক সে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, আমার ভেরিফাইড মেম্বার হবার অনুভূতির সাথে একাত্মতা পোষণ করে উৎসাহমূলক মন্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের এডমিন মডারেটররা যথেষ্ট আন্তরিক আমাদের প্রতি, সেটা ইতিমধ্যেই প্রমাণিত।

 2 years ago 

দীর্ঘদিন পরে আপনি ভেরিফাইড মেম্বার হতে পেরেছেন সেটা জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া। দীর্ঘদিন স্কুলে থাকার পরে ভেরিফাইড হওয়ার অনুভূতিটা যেন আসলেই অন্য রকমের। ক্লাস গুলো ভালোভাবে আপনি সম্পূর্ণ করতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী স্টিমিট ক্যারিয়ার গড়ে তুলবেন এটা জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইজান আপনার মহামূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। দীর্ঘদিন ক্লাস শেষ করে ভেরিফাইড মেম্বার হবার অনুভূতিটি সত্যিই অসাধারণ। আমি যেন আমার কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারি, সে লক্ষ্যেই এগিয়ে যাব।

 2 years ago 

ভেরিফাইড মেম্বার হওয়ার আনন্দ সত্যি ই ভাষায় প্রকাশ করা যায় না।আপনার মতো আমিও আনন্দে আনন্দিত হয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম।স্মৃতির মাঝে আজও দিনটি আছে স্মরণীয় হয়ে।আপনি নিভলু ও রকি ভাইয়ার অনুপ্রেরণায় এখানে কাজ করতে এসেছেন জেনে ভালো লাগলো। আশাকরি ভালো ভালো কাজ আমাদের উপহার দিবেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

শুকরিয়া বোন আমার, আমার অনুভূতির সাথে সহমত পোষণ করে আপনার অনুভূতির কথাও এখানে প্রকাশ করার জন্য। ভেরিফাইড মেম্বার হওয়ার দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে।

 2 years ago 

এত চেষ্টা করে এ ধরনের পোস্ট পড়তে অনেকটাই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল। আপনার ব্লগিং যাত্রা আরো শুভ হোক, এটাই কামনা করছি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের সহযোগিতার কারণে আজকে এ পর্যন্ত আসতে পারলাম। আপনাদের আন্তরিকতা এবং অনুপ্রেরণা আমাকে অনেকদূর এগিয়ে নিবে। steemit এর হাতেখড়ি আপনাদের মাধ্যমে, চিরকৃতজ্ঞ রইলাম। ❤️❤️❤️

 2 years ago 

ভাইয়া প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি ভেরিফাইড মেম্বার হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। দীর্ঘ সময়ের জার্নি শেষ করে আপনি সফল হয়েছেন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য। আশা করছি আপনি আমাদের সাথে এভাবেই কাজ করে যাবেন।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্টে আপনার মূল্যবান মন্তব্য উপস্থাপন করার জন্য। আমি যেন সফলভাবে এগিয়ে যেতে পারি সেজন্য অবশ্যই পাশে থাকবেন।