বিজয় দিবস!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
একটি স্বাধীন ভূখণ্ড। কত সহস্র ভিন্ন রকম গল্প। কত শত শত আত্মত্যাগ। পৃথিবীর বুকে একদিন হঠাৎ করে এই ভূখণ্ড জেগে উঠেনি। এর স্বপ্ন দেখা শুরু হয়েছিল হাজার বছর আগে। রবীন্দ্রনাথ নাম দিলেন "আমার সোনার বাংলা"। জীবনানন্দ বলতেন রুপসী বাংলা। নজরুলের "আমি বিদ্রোহী রণক্লান্ত"। জানা নেই ঠিক কত সহস্র অথবা লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের প্রাণ বিলিয়ে দিলেন দেশের জন্য। জন্ম হলো বাংলাদেশের। নিজের চোখের সামনে জুলাই নিয়ে যেভাবে বিকৃতি দেখছি। না জানি এই ৫০ বছরে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ঠিক কতটা বিকৃত হয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। ভয় হয় পরবর্তী প্রজন্মকে নিয়ে। তারা কী জানতে পারবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের আসল কাহিনী। নাকি আমাদের মতো তারাও ভুল জানবে অথবা অর্ধ সত্য জানবে।
আজ মহান বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ কে জানাই শ্রদ্ধাঞ্জলি। সকল রাষ্ট্রনায়ক মহান ব্যক্তিদের জানাই শ্রদ্ধাঞ্জলি।তবে লক্ষ শহীদদের জন্য খারাপ লাগে। আপনারা ঠিক যে বাংলাদেশের স্বপ্ন দেখে নিজেদের জীবনের পরোয়া করেননি। নিজেদের জীবন দিয়ে স্বাধীনতা নিয়ে এসেছেন। স্বাধীনতার এতো বছর পরেও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার এতো বছর পরেও আপনাদের সোনার বাংলাদেশে বৈষম্য আছে। এখন এখানে দূর দেশ থেকে কেউ এসে সাধারণ খেটে খাওয়া মানুষদের শাসন করতে আসে না। এখন শাসন করে নেতারা এখন শোষণ করে ক্ষমতাবান রা। এদেশে এখনও সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। এদেশে এখনও অসংখ্য মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এদেশে এখনও মানুষকে ধর্মের দোহায় দিয়ে নির্যাতন করা হয়। এই দেশ এখনও একটা শ্রেণির মানুষের কাছে স্বার্থ হাসিলের জায়গা। ঠিক যেমনটা ছিল পাকিস্তানের কাছে।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
আজ মহান বিজয় দিবস। আজ বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ প্রথম স্বাধীন ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে। পৃথিবীর মানচিএে দিপ্তভাবে জ্বলে উঠে বাংলাদেশের নাম। যে স্বাধীনতার আকাঙ্খা ছিল হাজার বছর ধরে। অবশেষে সেটা অর্জিত হলেও তার সঠিক বাস্তবায়ন এখনও হয়নি। এখনও কতশত বিকৃত ইতিহাস দেখা লাগছে জানা নেই। কত ভুলভাল ইতিহাস যে আমাদের পাঠ্যবইয়ে পড়ে এসেছি তারও ঠিক নেই। একটা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস যদি ঠিকভাবে লিপিবদ্ধ করা না হয় তাহলেই হয়তো এমন সমস্যা হয়। প্রতিনিয়ত নতুন স্বাধীনতার ইতিহাসের জন্ম হয়।
এসব তো প্রতিবছরই বলি কিন্তু এতে কোন কিছু আসে যায় না। আমার বলাটাই বৃথা যায়। এই জাতির মানুষের মনমানসিকতা বিবেক সবকিছুই যেন ঘুনে ধরেছে। এরা কোনভাবেই আর সঠিক চিন্তা করতে পারে না। হয়তো তারা ভুলে গিয়েছে স্বাধীনতার আসল অর্থ। এইজন্যই এখন প্রায়ই দেখি অনেকেই স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)


