আমার ভিডিওগ্রাফি কাশফুলের মাঝে।
শুভ রাত্রি... 🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম কাশফুলের ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
গত দুই-তিন দিন যাবৎ খুব চাপে ছিলাম। আজকে বিকেলে গরমের তাপমাত্রা কিছুটা কম ছিল। আবহাওয়া ও পরিবেশ খুব ভালো ছিল। তাই মাঠের দিকে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে চলে যায় রাস্তার ধারে। রাস্তার একপাশে কাশফুল হয়েছিল। কাশফুল গুলো দেখতে অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। সাধারণত কাশফুল সব সময় দেখা যায় না। বিশেষ করে ভাদ্র- আশ্বিন মাসের মাঝামাঝি কাশফুল ফোঁটে। শরতকালের এলোমেলো বাতাস কাশফুলের মাঝে ছড়িয়ে পড়লে দেখতে আরও আকর্ষণ লাগে। আমি কাশফুল খুব পছন্দ করি। তাই চেষ্টা করেছি বেশ কিছু ফটোগ্রাফি করার জন্য। তবে এলোমেলো বাতাসের কারনে তেমন ভালো ফটোগ্রাফি করতে পারিনি। আশাকরি আমার মত আপনারাও কাশফুল খুব পছন্দ করেন।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
বর্তমান সময়ে দেখা যায় শিশু থেকে শুরু করে অনেক পরিবার কাশফুলের মাঝে ঘুরতে খুব পছন্দ করেন। শুধু পছন্দ বললে ভুল হবে, ফটোগ্রাফি করতে খুব পছন্দ করে। কিছুদিন পর দেখা যাবে প্রায় সবাই কাশফুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি উপহার দেবে। আমি কাশফুলের মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও মনের তৃষ্ণা মেটাতে পেরেছি। কোমল বাতাসে মনের ভিতরে রিমঝিম করে গান বেজে ওঠে ছিল। আমি নিজের হাতের ফোনের সাহায্যে কিছু ফটোগ্রাফি ও ভিডিও করেছিলাম। আমার চোখের সামনে যা কিছু ভালো লাগে তাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে গুছিয়ে উপস্থাপনা করতে। যাইহোক আমি কাশফুল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। আজকে আমি প্রকৃতি ও কাশফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করলাম। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিও দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার ভিডিওগ্রাফি কাশফুলের মাঝে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1834664548512739806?t=8pTNUdF5Y4gBVFaBLJ-9fg&s=19
কাশফুল কিন্তু আমার বেশ প্রিয়। মাঝে মাঝে মনে হয় কাশফুল বাগানে হারিয়ে যাই। বেশ কিছু সময় কাশফুলের সাথে খেলা করে সাদার রং দিয়ে নিজেকে রাঙিয়ে তুলি। কিন্তু তেমন টা কবে হবে সেটাও জানিনা। যাই হোক খুব সুন্দর ছিল আপনার কাশফুলের ভিডিওগ্রাফি।
আপু কাশফুল গুলো অনেক সুন্দর ছিল। তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার সুন্দর মক্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
কাশফুলের সুন্দর একটি ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা কাশফুলের সুন্দর ভিডিও ক্লিপ টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ভিডিও ক্লিপ এর মাধ্যমে কাশফুলের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে বর্তমান সময়ে কাশফুল একটি ট্রেন্ড হিসেবে চলছে। যাইহোক, বেশ ভালো লাগলো আপনার ধারণ করা ভিডিও ক্লিপ টি।
আমার ভিডিও ক্লিপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।
কাঁশফুল জিনিসটা বেশ সুন্দর। কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় ছাড়া দেখা যায় না। কাঁশফুল অসাধারণ একটা সৌন্দর্যের সৃষ্টি করে প্রকৃতি তে। কাঁশফুলের ভিডিওগ্রাফি টা চমৎকার করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর কমেন্ট করার জন্য।
শরতের কাশফুল এবং সাদা মেঘ সবকিছুই বেশ ভালো লাগে দেখতে। আপনি চমৎকার একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। সেই সাথে খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার এই কাশফুলের ভিডিওগ্রাফি টা দেখে। সাদার শুভ্রতা আসলেই মনমুগ্ধকর। চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি কাশফুলের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে গুছিয়ে মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি ভিডিওগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একইসাথে এখানে আপনি ভিডিওগ্রাফির মাধ্যমে কাশফুলের সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷