ভিডিওগ্রাফিঃ- নদীর দৃশ্যের সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

শুভ বিকেল,


আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। বন্ধুরা গত দুই দিন খুব ব্যস্ত সময় কাটিয়েছি। এত ব্যস্ত সময় কাটিয়েছি ভালোভাবে কাজও করতে পারি নাই। তাছাড়াও এরই মাঝে আবার মোবাইল খারাপ হওয়ার কারণে আরো খারাপ অবস্থা। গত চারদিন ধরে মোবাইল নিয়ে খুবই কষ্ট পেলাম। কিন্তু এখন তো মোবাইল ছাড়া আসলেই কল্পনা করা যায় না। শুধু যে কমিউনিটিতে কাজ করবো এমনটা নয়। আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল নিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। বিশেষ করে বাচ্চাদের স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও সব সময় আপডেট দিয়ে থাকেন। বাচ্চাদের বিভিন্ন কোচিং সেন্টারে উপডেট দিয়ে থাকেন। আর প্রতিদিন কারও না কারও সাথে কথা বলতে হয়। কিন্তু বাটন মোবাইল দিয়ে এগুলো সম্ভব না।

IMG_20241130_162427201.jpg

তাই গতরাতেই মোবাইল কিনে নিলাম। আজকে বন্ধুরা আপনাদের সাথে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বেশ অনেকদিন হলো কোন ধরনের ভিডিও পোস্ট শেয়ার করা হয় না। ভিডিও পোস্ট করতে খুবই ভালো লাগে সবাই আমার ভিডিও গুলো দেখেন। সবাই এত অনুপ্রাণিত করেন খুবই অনুপ্রাণিত হয় আমি নিজেও। আজকে আমি আপনাদের সাথে নদীর দৃশ্যের একটি ভিডিও শেয়ার করব। এই সুন্দর ভিডিওটি আমি নিয়েছিলাম নদী পারাপারের সময়। আমার বেশ ভালো লাগছিল এমন সুন্দর একটি ভিডিও করে নিতে।

IMG_20241130_162954184.jpg

আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারবেন নদীর দৃশ্য দেখতে খুবই সুন্দর ছিল। বিশেষ করে পড়ন্ত বিকেল হওয়ার কারণে সূর্যাস্ত যাচ্ছিল তখন। এমন সময় চারপাশের পরিবেশগুলো বেশ রঙিন হয়ে উঠেছিল। তাছাড়া আমিও এমন সময় ভিডিও নিয়েছিলাম। আর সেই দিনের আবহাওয়া টা দারুন ছিল। তাই আকাশের দৃশ্য এত ভালো দেখাচ্ছে বন্ধুরা। আর পানি এবং আকাশের এমন কম্বিনেশন আমাকে অনেক মুগ্ধ করেছিল আমাকে। সেই দিন যাতায়াতের সময় অনেকগুলো ফটোগ্রাফি নিয়েছিলাম। সেই সাথে কয়েকটি ভিডিও নিয়েছিলাম ছোট ছোট। আজকে ভাবলাম যে সেখান থেকে একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেয়ার করে নেওয়া।

IMG_20241130_163117530.jpg

আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন সময়ে ক্যাপচার করা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকেও এমনটা হলো নদীর দৃশ্যের এমন সুন্দর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমার ভিডিওটি দেখে আসি।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিনদীর দৃশ্যের একটি ভডিও
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Banner_PUSS1.png

Sort:  
 last year 

এখন তো স্মার্টফোন ছাড়া কিছুই কল্পনা করা যায় না। ভাগ্নীদের স্কুলের আপডেটও রাখতে হয়। নতুন ফোন কিনে ভালো করেছেন আপু। যাক, নদীর ভিডিওগ্রাফি টা বেশ উপভোগ করলাম আপু 🌸

 11 months ago 

হ্যাঁ ভাইয়া আসলে মোবাইল ছাড়া কল্পনা করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ভীষণ ভালো লাগলো আপু ভিডিওগ্রাফি টা দেখে। এরকম নীল আকাশের নিচে এত সুন্দর ভাবে সমুদ্রের ভিডিওগ্রাফি করেছেন। অত্যন্ত চমৎকার হয়েছে আপু আপনার ভিডিওগ্রাফি টা। এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।

 11 months ago 

জায়গাটি খুবই সুন্দর আপু। ভিডিও নিতে পেরে অনেক ভালো লাগছিল।

 last year 

আপনি অনেক সুন্দর ভাবে নদীর সৌন্দর্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নদী আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝেমধ্যে নদী পার হয়ে ঢাকা মেহেরপুরে চলাচল করে থাকি। কিন্তু এভাবে তেমন কখনো ভিডিও ধারণ করা হয়ে ওঠে না। নতুন আইডিয়া পেয়ে গেলাম আপনার এই ভিডিও দেখে। এখন থেকে অবগত থাকবো।

 11 months ago 

এই জায়গাটিতে প্রায় সময় পারাপার হয়ে শ্বশুর বাড়িতে যায়। তাই ভিডিও এবং ফটোগ্রাফি গুলো নেওয়ার সুযোগ হয়।

 last year 

নদী, সমুদ্র এ ধরনের জায়গা গুলো আমার বেশ পছন্দের। আপনার আজকের ভিডিওগ্রাফি টা দারুন ছিল আপু। খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফি টা ক্যাপচার করেছেন। মনোমুগ্ধকর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

অসাধারণ একটি ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু। এত সুন্দর নদীর দৃশ্য দেখে যেন মন ভালো হয়ে যাচ্ছে। ভিডিওগ্রাফিতে নদীর এত জল এই দৃশ্যকে আরো পরিপূর্ণতা দিয়েছে। প্রত্যেকটি ছবি ও ভীষণ সুন্দর তুলেছেন। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে ছবি তুলতে খুব ভালো লাগে।

 11 months ago 

এত সুন্দর মতামত পড়ে অনেক অনুপ্রেরণা পেয়েছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অনেকদিন পর মন জুড়ানো একটি ভিডিওগ্রাফি দেখতে পেলাম। একদম পরিশুদ্ধ নদীর পানি এবং সূর্যাস্তের সময় ধারণ করা ভিডিওগ্রাফিটি আমাকে মুগ্ধ করে ফেলেছে আপু। সেই সাথে মিউজিক টি ও একদম দারুন ছিল। আপনার ভিডিওগ্রাফি নিয়ে কি বলবো আর আপু। যাই বলি না কেন প্রশংসা কম হয়ে যাবে। তবে আশা করছি এরকম ভিডিওগ্রাফি আগামীতেও আপনার থেকে দেখতে পারবো। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী ভিডিওগ্রাফি পোস্ট দেখার জন্য।

 11 months ago 

এই জায়গার ভিডিও গুলো খুবই সুন্দর হয়। আর যখন সূর্য অস্ত যায় দৃশ্যটি দারুণ দেখায়।

 last year 
 last year 

আমার আজকের টাস্ক:-

1000004281.jpg

1000004280.jpg

1000004279.jpg

1000004278.jpg

 last year 

আসলে আমার কাছে নদীর ফটোগ্রাফি এবং ভিডিওগ্ৰাফি দুটোই অনেক বেশি ভালো লাগে। আপনার শেয়ার করা নদীর দৃশ্যের সুন্দর একটি ভিডিওগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো। আপনি নদীর সৌন্দর্য ভিডিও ক্লিপ এর মধ্যে ধারণ করার চেষ্টা করেছেন। আসলে বর্তমান সময়ে নদীর মধ্যে পানি না থাকলে ও নদীর সৌন্দর্য অনেক বেশি সুন্দর।

 11 months ago 

ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

নদীর ভিডিওগ্রাফি খুব সুন্দর হয়েছে। আমরা কম বেশি সকলেই নদী দর্শন করতে খুবই পছন্দ করি। নদীতে ঘুরতে আমার খুব ভালো লাগে। নদীর চারপাশের প্রকৃতি কতইনা সুন্দর। খুব সুন্দর নদীর ভিডিওগ্রাফি আপনি ধারণ করেছেন আপু। দারুন একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আমার কাছে নদীর পাড়ের প্রাকৃতিক দৃশ্য এবং সবকিছু অনেক ভালো লাগে।