গ্রামীন পরিবেশ
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। কোন এক মহান ব্যক্তি একটি কথা বলেছিল, জীবনে যদি আনন্দ না থাকে তাহলে জীবনের কোন মূল্যই নেই। কথাটা অনেকটাই সত্য এবং আমি এই কথাটা পুরোপুরি ভাবে বিশ্বাস করি।
এই জীবনটা মানে যে শুধুমাত্র কাজ করে যাওয়া তা কিন্তু নয়। এই জীবনটা উপভোগ করতে হয়। এই জীবনের সাথে সাথে আপনার জীবনের যে সব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে সময় দিতে হয় এবং তাদের সাথে ভালো কিছু স্মৃতি যোগ করতে হয় আমাদের জীবনের পাতায়। আমি ব্যক্তিগতভাবে গ্রাম অনেক বেশি পছন্দ করি। সবুজের সমাহার আমার ব্যক্তিগতভাবেই অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকেই আমি বাগান করতে অনেক বেশি পছন্দ করতাম। আমার বাসার মধ্যে একটি ছোট্ট বাগান ছিল। বর্তমানে সেই বাগানটি নেই। তবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি বাসার ছাদের মধ্যে একটি বড়সড়ক বাগান তৈরি করব। যেখানে আমি বিকেলে গিয়ে বসে আরাম করে সেই গাছগুলোর যত্ন নিতে পারব।
গত দুদিন আগে আমার শ্বশুরবাড়ির এলাকায় গিয়েছিলাম। যেটা এখনো অনেকটা গ্রাম অংশেই পড়ে এবং চারপাশে শুধুমাত্র সবুজের সমাহার। বিশেষ করে আমাদের এই উত্তরাঞ্চলে ধান অনেক বেশি চাষাবাদ হয়। বিশেষ করে এই সময়ে প্রত্যেকটা জমিতেই ধান গাছ লাগানো হয়েছে এবং সেই এলাকাটা দেখতেও বেশ চমৎকার হয়ে উঠেছে। এই জায়গাগুলো দেখতেই আমার অনেক বেশি ভালো লাগে। দুই পাশে ফসলি জমি মাঝখান দিয়ে বয়ে গেছে এক আঁকাবাঁকা রাস্তা। যদিও নদী বয়ে যায় কিন্তু এখানে রাস্তাগুলো এতটাই চমৎকার ভাবে আঁকাবাঁকা দেখতেই অনেক সুন্দর লাগে।
আমার এই জীবনে একটু বেশি একটা চাওয়া পাওয়া নেই, আমি আর শুধুমাত্র এই গ্রাম অঞ্চলে থাকার জন্যই নিয়ে ঢাকা থেকে আবার নীলফামারীতে ব্যাক করার চিন্তাভাবনা করছি। কারণ ঢাকা শহরের যে যান্ত্রিক পরিবেশ সেই পরিবেশ সাথে খাপ খাইয়ে নেওয়াটা অনেকটাই কঠিন একটি বিষয় হয়ে যায়। এছাড়াও দশটা বছর সেই ঢাকা শহরের থেকে থেকে কেন জানি একটা অনিহাস সৃষ্টি হয়ে গেছে। এতটাই যান্ত্রিক হয়ে গেছে যেখানে আসলে মানুষের একের প্রতি যে মূল্যবোধ থাকবে আর সেই বিষয়টা খুব বেশি একটা দেখা যায় না। কিন্তু গ্রামাঞ্চলে সেসব বিষয়গুলো এখনো দেখা যায় এখনো বড়দেরকে শ্রদ্ধা সম্মান এসব দিতে হয় কিন্তু শহরাঞ্চলের সে সবকিছু আর নেই বললেই চলে।
সেদিন গিয়েছিলাম বিয়ে বাড়িতে সেখানে দাওয়াত খেয়ে সবাই যখন একটু রেস্ট নিচ্ছিল তখন আমি বড় মামার কাছ থেকে মামার বাইকটা ধার করে সেই অঞ্চলটা বাইকে করে নিজে নিজেই ঘুরে দেখলাম। যদিও আমি বাইক খুব একটা বেশি চালাতে পারি না। তবে চেষ্টা করছি বাইক চালানো শেখার জন্য। কিন্তু সেই গ্রামটা এতটাই সুন্দর ছিল যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সেজন্যই কিছু ছবি আমি তুলে এনেছি।
সবুজের সমাহার ব্যক্তিগতভাবেই অনেক বেশি ভালো লাগে এবং গ্রাম অঞ্চলের সব জায়গায় এখন প্রায় সবুজের সমাহার এছাড়াও বেশ কয়েকদিন ধরে এদিকে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে খুব প্রাণবন্ত হয়ে। আপনাদের কি গ্রামাঞ্চল ভালো লাগে,? লাগলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন. আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: গ্রামীন পরিবেশ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
@alsarzilsiam, what a beautifully written ode to rural life! Your post resonated deeply with me. The way you describe the peace and simplicity of your ancestral village, especially the lush green rice fields, is so vivid. I could almost feel the gentle breeze and smell the fresh earth.
It's wonderful to hear about your dream of creating a rooftop garden and reconnecting with nature. I admire your desire to return to Nilphamari from Dhaka, seeking a life with more community and less of the impersonal hustle. Your photos truly capture the serene beauty of the countryside.
Thank you for sharing this personal journey and these gorgeous snapshots. It's posts like these that remind us of the importance of slowing down and appreciating the simple things. Have you considered documenting the process of building your rooftop garden here on Steemit? I'm sure many would love to follow along!
গ্রামীণ পরিবেশে সময় কাটানোর মজাই আলাদা। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। সময় সুযোগ পেলেই আমি গ্রামীণ পরিবেশে ছুটে চলে যাওয়ার চেষ্টা করি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।