DIY-"এসো নিজে করি" ||" রঙিন পেপারস্ দিয়ে "লাভ ওয়ালহ্যাঙ্গিং" তৈরি "||১০% লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।
আজ - ৩০ অগ্রাহায়ণ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | হেমন্তকাল |
আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️
নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম।আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে "লাভ ওয়ালহ্যাঙ্গিং" তৈরি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন্য।
লাভ ওয়ালহ্যাঙ্গিং
Device : Redmi 10 prime
চলুন শুরু করা যাক
চলুন শুরু করা যাক
প্রয়োজনীয় উপকরন
- রঙিন কাগজ
- আঠা
- পেন্সিল
- কাঁচি
কাজের ধারা
- ধাপ-০১ঃ
প্রথমে সকল প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে এবং পছন্দমতো চারটি রঙিন কাগজ চওড়া ২ সে.মি. করে কেটে নিতে হবে এবং লম্বায় প্রথমটি ৩০ সে.মি. দ্বিতীয়টি,২৫ সে.মি, তৃতীয়টি ২০ সে.মি., এবং চতুর্থটি ১৫ সে.মি করে কেটে নিতে হবে। তারপর...
- ধাপ-০২ঃ
যে কোন একটি কাগজ নিয়ে মাঝখানে ভাঁজ করে নিতে হবে এবং তা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এভাবে ধাঁপে ধাঁপে প্রতিটি কাগজ কেটে নিতে হবে। তারপর...
- ধাপ-০৩ঃ
বড় কেটে নেওয়া কাগজের সাথে একটু আঠা লাগিয়ে নিতে হবে। এবার তার থেকে ছোট লম্বা কাগজটি লাগিয়ে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে লাগিয়ে দিতে হবে। তারপর...
- ধাপ-০৪ঃ
এবার এক পাশে লাগানো শেষ হয়ে গেলে ঠিক একই ভাবে অন্য পাশে আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে। এভাবে আরেকটি সম্পূর্ণ করতে হবে। এরপর একটির সাথে আঠা লাগিয়ে দিতে হবে। তারপর...
- ধাপ-০৫ঃ
আঠা লাগানো অংশে যে কোন ধরনের সুতা লাগিয়ে দিতে হবে এবং আরেকটির সাথে যোগ করে দিতে হবে। এবার মাথার একটু আঠার সাহায্যে তা লাগিয়ে দিতে হবে।
অবশেষে তৈরি হয়ে গেল সেই আমাদের "লাভ ওয়ালহ্যাঙ্গিং"।




















ভালো ছিল রঙিন পেপার দিয়ে লাভ ওয়াল হ্যাংগিং দারুনভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ খুব পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি লাভ "ওয়ালহ্যাঙ্গিং" তৈরি করেছেন । আপনার উপস্থাপনা অসাধারণ । ❤️👌
ধন্যবাদ মন্তব্য করার জন্য। একটু বানানের বিষয়ে নজর রাখবেন।
ওয়াও ভাই আপনি অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন ।এটা দেখলেই মনে ভিতর প্রেম প্রেম জেগে ওঠে মনে হচ্ছে প্রেমে পড়ে যাই। আপনি রঙিন পেপারস্ দিয়ে "লাভ ওয়ালহ্যাঙ্গিং সুন্দর ভাবে আমাদের মাঝে বানিয়ে দেখিয়েছেন ।এবং আপনার অসাধারণ উপস্থাপনার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পেরেছি কিভাবে আপনি তৈরি করেছেন ।এটা আমার কাছে অনেক ভালো লেগেছে ।শুভকামনা রইল আপনার জন্য।
হিহিহি প্রেমে পরে যান তাইলে। ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্যেও শুভেচ্ছা রইল।
বাহ রঙিন কাগজ ব্যবহার করে আমি অনেক সুন্দর লাভ ওয়ালহ্যাঙ্গিং তৈরি করেছেন। আপনাকে মনে হচ্ছে আপনি লাভ পাগল। যাইহোক এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপেই ছিল অসাধারণ। অনেক সুন্দর করে বর্ণনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
হিহিহি ভাইয়া লজ্জা পেলাম। শুধু আমি না ভাইয়া সবাই বলতে গেলে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া অতি চমৎকার হয়েছে আপনার তৈরি রঙ্গিন কাগজ দিয়ে লাভ ওয়াল হ্যাংগিং। লাভ ওয়াল হ্যাংগিং তৈরীর প্রতিটি ধাপ পড়তে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। কারণ প্রতিটি ধাপ আপনি খুবই বুঝিয়ে বুঝিয়ে লিখেছেন। পাশাপাশি প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো খুবই উজ্জ্বল দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।
বাহ ভাই আপনার তৈরি করা লাভ ওয়ালহ্যাঙ্গিং টি এক কথায় অসাধারণ হয়েছে। আপনি অনেক প্রফেশনাল ভাবে এটি তৈরি করতে সক্ষম হয়েছেন সেই সাথে রং বেরঙ্গের কাগজ ব্যবহার করায় ব্যাপারটি বেশ জমেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।
জ্বী ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন পেপার দিয়ে লাভ ওয়ালমেট খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন খুবই সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ।
ভাই আপনার রঙিন কাগজ দিয়ে দারুণ ভাবে কটি লাভ "ওয়ালহ্যাঙ্গিং তৈরি করছেন।দেখতে বেশ ভালো লাগছে।আর্টের সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর দিয়েছেন্।অনেক ধন্যবাদ।
ভালোবাসার প্রতিক তো এই জন্য একটু ভালো লাগতেই পারে ভাইয়া। আপনাকেও ধন্যবাদ।
আপনার লাভ ওয়াল হ্যাংগিং অনেক সুন্দর হয়েছে। আমার সত্যি অনেক ভালো লেগেছে আপনি এত সুন্দর ভাবে একটি ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। ধাপে ধাপে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ ভাই আপনাকে।
আপু আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার জন্যেও শুভকামনা রইল।
ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে লাভ ওয়ালহ্যাঙ্গিংটি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর সুন্দর কালার পছন্দ করেছেন এটি তৈরি করার জন্য। যার ফলে এটি অনেক বেশি আকর্ষণীয় লাগছে। একটি দেয়ালে টাঙিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি হার্টের লাভ ওয়ালহ্যাঙ্গিংটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য।