Water photography

in #water6 months ago

কেমন আছেন সবাই আশা করতে করা যাচ্ছে যে সবাই সবার মত করে ভালো আছেন ভালো থাকাটা জরুরি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ফটোগ্রাফি পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা শুরু করি।
IMG-20240313-WA0234.jpg
আজকের পোস্টে দেখতে পাবেন একটা সমুদ্রের বাড়িটা নদীর ফটোগ্রাফি যেখানে গলার উপযুক্ত পানি। পানিগুলো ঘোলাটে তবে এগুলো হচ্ছে নদীর পানি সাগর থেকে সরাসরি নদীতে এসে বহমান অবস্থায় আছে সেটি আজকে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে। সব সময় চেষ্টা করে ভালো কিছু তুলে ধরতে তাই আজকে এগুলো তুলে ধরলাম।
IMG-20240313-WA0234.jpg
ফটোগ্রাফি গুলো করা আগের তবে শেয়ার করতেছি এখন এটা বুঝতে পারছেন যে হয়তো অনেক সময় অনেক ফটোগ্রাফি থেকে যায় যেগুলো পরে শেয়ার করা যায়। তাই চিন্তা করলাম আপনাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো উপস্থাপন করি তাই করলাম বা কেমন লেগেছে জানাবেন কিন্তু মন্তব্যে। আজকে অনেক ব্যস্ত সময় তার পরে চেষ্টা করছি আপনাদের মাঝে সময় দিতে।

প্রতিনিয়ত চেষ্টা করে ভালো কিছু তুলে ধরতে আর সে ধারাবাহিকতা আজকের এই ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করতে জাতীয় হয় তো দুটো ফটো দিয়ে আপনাদের মাঝে সমাপ্ত ঘোষণা করব। আগামীতে ভিন্ন ফটোগ্রাফি নিয়ে আসবো তবে সবাই ভালো সুস্থ থাকবেন এটাই চিন্তাভাবনা অবশ্যই রাখবেন। ভালো থাকাটা বর্তমানে জরুরী এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বিষয় তাই বল থাকাটা খুব প্রয়োজন।

এই বলে বিদায় নিচ্ছি যেহেতু আগামীতে আর একদিন অন্য কোন পোস্ট নিয়ে আসবো অন্য কোন ফটোগ্রাফি বা অন্য কোনো বিষয়বস্ত কারণ এক একদিন একেকরকম বিষয়বস্তু নিয়ে আসবো কারণ এ কিভাবে সমস্ত সব সময় ভালো লাগে না তাই ভিন্ন কিছু আনব। আছে সেগুলো আপনার মাঝে তুলে ধরতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.