তরমুজ কিনার মূহুর্ত||১০% বেনিফিসিয়ারি লাজুক শেয়ালের জন্য
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ
তরমুজ কিনার মূহুর্ত
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো তরমুজ কিনার মূহুর্ত।তরমুজ আমার মেয়ের অনেক পছন্দ। আসলে তরমুজ এখনো আগের মতো মিষ্টি হয়নি। তবে আমাদের পাশের বাড়ির একজন তরমুজ কিনে এনেছে তাই দেখে আমার মেয়ে তরমুজের জন্য অস্হির হয়ে পড়েছে। তবে কয়েক দিন ধরে ওর বাবা বাইরে তেমন যায় না, তাই আর কিনা হয় না।কয়েকদিন আগে আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন দেখি অনেক তরমুজ তাই ভাবলাম একটা কিনে নিই। এবার এই প্রথম কিনলাম তাই মূহর্তটা অন্য রকম ছিল।তবে তরমুজ দুটি অনেক ভালো ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে । যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
প্রথমে আমি চলে আসলাম তরমুজের দোকানে। আসলে আমি অনেক কম তরমুজ কিনেছি,কারণ মেয়ের বাবাই সব সময় কিনে আনে,তবে এবার এখনো কিনা হয়নি, তাই যেহেতু গিয়েছে ভাবলাম একটা কিনে নিই। ।আমি তরমুজের দাম কেমন জানি না, আবার তরমুজ কেমন হবে সেটা ও ভালো চিনি না।তবে মেয়ে খাবে না কিনে উপায় নেই। যাইহোক প্রথমে দোকানদাদের জিজ্ঞেস করলাম তরমুজ কি পিস না কেজিতে বিক্রি করেন। দোকানদার বলল আপনি যেভাবে কিনবেন সেভাবেই বিক্রি করব। তারপর আমি বললাম যাতে মিষ্টি হয় সেরকম একটি তরমুজ দেখান।
দোকানদার আমাকে তরমুজ দেখাতে লাগলো। বলল আপনাকে কেজি হিসেবে দিলে৷ ৬০ টাকা কেজি পড়বে আর এমনি নিলে আপনার ইচ্ছামত দাম ধরা যাবে। তারপর আমাকে একটা তরমুজ দিল তরমুজটা মোটামুটি ভালোই বড় দেখতেও বেশ ভালো লাগছে। আমি বললাম কয় টাকা উনারা বললো সাড়ে তিনশত টাকা দেন। তবে তরমুজ টা দেখতে ভালোই লাগছে।আমরা যেহেতু বোনের বাসায় যাব তাই দুটি তরমুজ কিনলাম একই সাইজের। একটা বাড়ির জন্য আর একটা বোনের বাসার জন্য। তবে দুটি মিলে দাম নিয়েছে সাড়ে ছয়শত টাকা।একটু দাম হলেও তরমুজ কিন্তু অনেক ভালো ছিল ।
এখন আমার মেয়ে আঙ্গুর খাবে। তারপর এক কেজি আঙ্গুর কিনলাম। আর সাথে কিছু আপেল কিনলাম। যাইহোক তারপর আমরা সব কিছু নিয়ে আমার বোনের বাসায় চলে গেলাম। তবে তরমুজ কিন্তু অনেক ভালো ছিল। বেশ মিষ্টি ছিল একটু বেশি টাকা নিলেও ফল গুলো অনেক মিষ্টি ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।










সাড়ে ৬০০ টাকা হলেও তরমুজ খেয়েছেন এবং কিনেছেন ভালো লেগেছে। আসলে কিছুদিন আগে তরমুজ অনেকগুলো বাজারের মধ্যে খুজেও পেলাম না। আপনার কাছে 60 টাকা কেজি শেষে দেখেও ভালো লাগলো কারণ আমাদের এখানে কেজি ১২০ টাকা বিক্রি করে। কিন্তু সৃজন আস্তে আস্তে কমে যাবে। দাম বেশি হলেও ভালো হয়েছে জেলে খুশি হলাম , আসলে তরমুজ চিনতে না পারলে মাঝে মাঝে একদমই খারাপ পড়ে অর্থাৎ মিষ্টি হয় না।
জি ভাইয়া দাম বেশি হলেও তরমুজ ভালো ছিল দেখে ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।
আপু আমিও সেদিন আমার আম্মুর সাথে বাইরে থেকে আসার সময় আম্মু রিকশায় বসেই দাম করে একটি তরমুজ কিনেছিল। খুব মিষ্টি ছিল তরমুজটা। ৮০ টাকা কেজি বলল।৪০০ টাকা দিয়ে নিয়েছিলাম। আপনার তরমুজ কেনার অনুভূতি পড়ে খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
৬০ টাকা কেজি তরমুজ ভাবা যায়।যাইহোক কি আর করার খেতে তো হবে।আপনার তরমুজ কেনার অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু আপনার তরমুজ কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
সত্যি আপু সব কিছু আকাশ ছোঁয়া দাম, খেতে তো হবে।ধন্যবাদ আপু ভালো লেগেছে যেনে ভালো লাগল।
আপু একটি পরামর্শ দেই। আজ যা করেছেন করেছেন এরপর আর কখনো সময়ের আগের তরমুজ নিয়েন না। এগুলোর ভেতরে লাল রঙ ইনজেকশন দিয়ে পূশ করা হয়। আর সে রঙ স্বাস্থস্মত নয়। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
কি আর করবো বাচ্চারা যে মানতে চায় না, বলার জন্য ধন্যবাদ আপনাকে।
তরমুজ গুলো দেখে বোঝা যাচ্ছে অনেক তাজা ছিল আপু ভালো না হওয়ার কোন চান্স নেই। মেয়ে যেহেতু খাবে তাহলে তো নিতে হবে যেটা বলে সেটা নিতে হয়। ৬০০ টাকা দিয়ে দুইটা তরমুজ কিনেছেন দাম তেমন বেশি হয়নি আমিও কিছুদিন আগে একটা নিয়েছিলাম ৩০০ টাকা দিয়ে খেতে অনেক ভালো ছিল। তরমুজ এবং আঙ্গুরের ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে অনেক ফ্রেশ ছিল।
জি আপু তরমুজ ও আঙ্গুর বেশ ভালোই ছিল, ধন্যবাদ আপনাকে।
আপনি এইবার এই প্রথম তরমুজ কিনলেন। আপনার মেয়ে তরমুজ খাবে সেই কারণে আপনি নিজে বাজার থেকে গিয়ে তরমুজ কিনেছেন শুনে ভালো লাগলো। আসলে অনেক জায়গা তরমুজগুলোকে কেজির মাপে বিক্রি করে। তবে আমার হাজবেন্ডের বাড়ির পাশে অনেক বিশাল জায়গার মধ্যে তরমুজ চাষ করা হয়। এইখানে তরমুজগুলো অনেক সস্তা পাওয়া যায়। কালকেও আমার হাজব্যান্ড দুটি তরমুজ নিয়ে আসলো। যাক আপনার মেয়ের পছন্দের তরমুজ এবং আঙ্গুর ও আপেল কিনলেন। ধন্যবাদ আপনাকে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তবে এখনকার বাজারে তরমুজের দাম গুলো অনেক বেশি। আপনার মেয়ে তরমুজ খাবে সেই কারণে আপনি বাজার থেকে তরমুজ কিনেছেন। তবে আমাদের এই দিকে তরমুজগুলো চাষ করে বিদায় তরমুজের একদম সস্তায় পাওয়া যায়। একটা জিনিস খুব ভালো লাগলো আপনার মেয়ের পছন্দের তরমুজ আঙ্গুর ও আপেল কিনলেন। মনে হয় খেতেও অনেক মজাই হয়েছে। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে তরমুজ কিনার অনুভূতির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের বাজারে লক্ষ্য করলাম নতুন তরমুজ বিক্রেতা এর আগমন। তরমুজের কেজি জানতে চাইলাম ৪০ টাকা বলল। তবে অনেকদিন পড়াগায় শুনছি নতুন তরমুজ না কি তেমন একটা মিষ্টি লাগছে না। যাই হোক এ বিষয়ে নতুন তথ্য আপনি আমাদের মাঝে উপস্থিত ভালো লাগলো।