কবিতার নাম: শীতের সেই দিনগুলো
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ একটি কবিতা নিয়ে এসেছি এই কবিতায় ৯০ এর দশকের গ্রামের ছোটবেলার শীতের মুহূর্তগুলো ফুটিয়ে তোলার চেস্টা করেছি। ছোটবেলার শীতকাল কেমন ছিলো তা তুলে ধরার চেস্টা করেছি। সেদিনগুলোর সরল আনন্দ, বন্ধুদের সঙ্গে খেলার সময়, আগুনের পাশে গরম হওয়া, মাটির চুল্লিতে আঙুল গরম করা, ভোরে পিঠা খাওয়া ইত্যাদি স্মৃতির রং ধরে রাখার চেস্টা করেছি। ছোটদের আনন্দ আর শীতের ঠান্ডা মিলিয়ে এই কবিতা।
শীত আসে মাটির রাস্তা ধরে,
শিশির ঝরে ভোরের কুয়াশা ভরে।
মাঠে হয় লাফালাফি,
ঠান্ডায় হয় না ঘুরাঘুরি।
চুল্লির আগুন জ্বলে টিমটিম,
পা গরমে কাঁপে শরীর ঝিমঝিম।
দাদুর গল্পে রাত হয় ভোর,
হাসিতে কাঁপি, ভুলে যাই শীতের জোর।
কাগজের ঘুড়ি আকাশে নাচে,
হাতের সুতো হাওয়ায় কাঁপে।
স্কুলে দেরি, শাসন জোটে,
তবু শীতের মজা মনেই ফোটে।
ছোটোবেলার শীত ছিল কত আপন,
সেই দিনগুলো আজও হৃদয়ে আপন।
VOTE @bangla.witness as witness
OR

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: কবিতার নাম: শীতের সেই দিনগুলো
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......





