Wonderful Flower
আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

আমি একদিন আমার পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কিছু খেয়ে ওখান থেকে বের হয়ে ওখানের পাশে একটা জায়গা ছিল ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি জায়গা। ওখানে একটা ফুল গাছ ছিল ফুল গাছটি ও অনেক সুন্দর ছিল। আমরা ছবি তোলার পাশাপাশি ফুলের ফটোগ্রাফি ও করে ফেললাম। ফুল গাছটি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগলো।
ফুল গাছটির ফটোগ্রাফি অনেক সুন্দর আসছিল।গাছটিতে ফুলটা অনেক সুন্দর করে ধরে আছে । পরিবেশটা ও অনেক সুন্দর ছিল। আমি একা ফুলটির ফটোগ্রাফি করি নাই আমার পরিবারের সবাই ও করলো ফটোগ্রাফি। তারা বলতেছে ফুলটি অনেক সুন্দর আমাদের কাছে ভালো লাগছিল এ ফুলটি। এক কথায় অসাধারণ সুন্দর ছিল।
আমরা সবাই এ ফুলটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ফুল গাছটি দেখে আমাদের চোখ জুড়ে গেছে। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগলো এ ফুল গাছটি। ভালো লাগবে না কেন ফুল গাছটির আকার আকৃতি অনেক বেশি সুন্দর ছিল । আমাদের কাছে ভালো লাগছিল বলে আমরা এ ফুলের ফটোগ্রাফি করছি। আর আপনাদের কাছে শেয়ার করছি।
তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে । যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | পোস্ট । |
| মডেল | এম ৬২ |
| ক্যাপচার | @arhossain99 |
| অবস্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম আনোয়ার রহমান।আমি বাংলাদেশের চিটাগং বিভাগে বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।! আমি হ্রদয়, ওমানে বসবাসকারী একজন নিবেদিত কম্পিউটার দোকানদার। আমার প্রযুক্তি এবং ভ্রমণ উভয়ের প্রতিই আবেগ আছে এবং আমি ব্লগিং এর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আমার ভ্রমণের সাম্প্রতিক কারিগরি টিপস বা গল্পই হোক না কেন, আমি আমার পাঠকদের জন্য আকর্ষণীয় এবং দরকারী সামগ্রী সরবরাহ করার লক্ষ্য রাখি।কঠোর পরিশ্রম করা এবং নতুন জায়গা অন্বেষণ করা আমাকে অনুপ্রাণিত করে।আমি আমার অনন্য দৃষ্টিকোণ থেকে অন্তর্দৃষ্টি এবং গল্প অফার করে প্রযুক্তি এবং ভ্রমণের জগতের সাথে মিশে যাওয়ার সাথে সাথে আমার সাথে যোগ দিন।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।



Upvoted! Thank you for supporting witness @jswit.