বাবা হলেন বট বৃক্ষের মতো।( যার বাবা নাই সেই বাবার হারানোর কষ্টটা বোঝে)
বাবা হলেন বট বৃক্ষের মতো।( যার বাবা নাই সেই বাবার হারানোর কষ্টটা বোঝে)
সৃষ্টিকর্তার নিয়ম বোঝা কষ্ট কর। পৃথিবীতে প্রতিটা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য। কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণের সিরিয়াল থাকলেও, মৃত্যু বরণ করার সিরিয়াল নেই। বাবা চলে যাচ্ছে সন্তানকে রেখে, আবার বাবা বেঁচে আছে সন্তান চলে যাচ্ছে। বড় ভাই আছে ছোট ভাই মারা যাচ্ছে। কার কখন মৃত্যুর সময় চলে আসে কেউ বলতে পারবে না। আমরা ইচ্ছা করলেও মৃত্যুকে এরিয়ে চলতে পারব না। পৃথিবীতে প্রতিটা সন্তানের কাছেই তার বাবা হলো একটা বটবৃক্ষের মতো ছাড়া হয়ে থাকে। বাবা যত খারাপই হোক না কেনে, সে কখনও তার সন্তানের মন্দ চায় না। সে চায়, তার সন্তান যেনো মানুষের মতো মানুষ হয়।
যাদের বাবা মারা যায় তারাই বাবা হারানোর কষ্টটা বুঝতে পারে। যখন সন্তান বাড়ীর বাইরে থাকে, পৃথিবীর কেউ খোজ না নিলেও, বাবা ঠিকই রাতে কল দিয়ে সন্তানে খবর নেয়। নিজের পেটে খুদা নিয়ে, সন্তানের মুখে খাবার তুলে দেন। নিজে নতুন পোশাক না কিনে, সন্তানকে নতুন পোশাক কিনে দেন। সারাটা দিন সন্তানের কিসে ভালো হবে, সেটা ভেবে যান। বাবা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কতটা অসহায়, বাবা হারা মানুষগুলো যেনো ছাড়া বিহীন জীবন যাপন করে। তারা যেনো কোনো কিছুর কুল কিনারা খুজে পায় না।
কিন্তু পৃথিবীর নিয়ম মেনে তো নিতেই হবে। কিন্তু তবুও মানতে কষ্ট হয়। গত কালকে আমার খুব কাছের একজন স্যারের বাবা মারা গেছেন। হার্টের সমস্যার জন্য। রিং পড়ানো হয়ছিল। কিন্তু সেটা সফল হয় নাই। মৃত্যু সংবাদটা শুনে বুকটা ফেটে যাচ্ছিল। বাবা হারানের বেদনাটা হয়ত, স্যারের মতো আমি অনুভব করতে পারব না, কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি । আল্লাহ তায়ালা যেনো তার বাবাকে জান্নাতুল ফেরদৌস দাস করেন।(আমিন). স্যার এবং স্যারের পরিবারের সবাইকে যেনো ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাইকে যেনো ইমানদার বানায়ে দেন।
বাবা, শব্দটায় যেনো একটা মায়া ডাকতে না পারলেই শান্তি লাগে না। যারা ডাকতে পারে না, তারাই এর কষ্টটা বুঝতে পারে। আপনারা সবাই স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। এবং দোয়া করবেন, যাতে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তায়ালা। আপনাদের যাদের পিতা মাতা বেচেবেঁচে আছে, তাদের যত্ন নিবেন এবং খেয়াল রাখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.