মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১ লা জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও আমার বাংলা ব্লগ কমিউনিটি অফিসিয়াল ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো এই কমিউনিটিতে পোস্ট করা যাবে তবে গ্যারান্টেড সাপোর্ট থাকবে না। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে অনেক দিনের সম্পর্ক এই কারণে কমিউনিটিতে পোস্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিউনিটিতে হৃদয়ের ভালো কিংবা খারাপ অনুভূতিগুলো ব্যক্ত করতে ভীষণ ভালো লাগে। যাইহোক আজকে আমি একটু জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা মানুষের ভেতরে আবেগ বিবেক এবং চেতনা দিয়েছে এই কারণেই মানুষ সৃষ্টির সেরা। আমার কাছে মনে হয় মানুষ পৃথিবীতে বেঁচে থাকে মানুষের জন্যই। এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে হলে একে অপরের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়।
আর এই কারণেই একটি উক্তি রয়েছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আসলে আমরা মানুষ হয়ে মানুষকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারছি এ বিষয়টা দেখা উচিত সবার। আমরা যেমন প্রতিনিয়ত কারো না কারো সাহায্য পাচ্ছি তেমনি প্রতিনিয়ত কাউকে না কাউকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।
আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি মানুষের উপকারে আসার জন্য। মানুষের উপকার করার জন্য যতটা নিজেকে উৎসর্গ করা যায় ঠিক ততটাই করে থাকি। মানুষের বিপদে সময়ে পাশে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। কোথায় আছে বিপদের বন্ধু পরম বন্ধু।
তবে বিপদের সময় বন্ধু পেতে হলে মানুষের সাথে সুসম্পর্ক করতে হয়। যে ব্যক্তি মানুষের সাথে যত বেশি সুসম্পর্ক করবে সেই ব্যক্তি বিপদের সময় তত বেশি সাহায্য সহযোগিতা পাবে। কিছুদিন আগে আমাদের কমিউনিটির মাকসুদা কাউসার আপু হঠাৎ করেই ফোন দিয়ে বলল যে, তার রিলেটিভের ব্লাড প্রয়োজন।
আপুর সাথে যেহেতু আগে থেকেই বেশ ভালো পরিচিত ছিলাম তাই কোন কিছু না শুনে বললাম যে, আমি নিজে ব্লাড দেবো। আপু আমার কথাটা শুনে সত্যি ভীষণ স্বস্তি পেয়েছিল। তারপর আপুর থেকে লোকেশন নিয়ে আমি হাসপাতালে চলে গেলাম ব্লাড দেয়ার জন্য। এবারে ব্লাড দেওয়ার মাধ্যমে জীবনে দ্বিতীয় বারের মতো ব্লাড দেয়ার সুযোগ পেলাম। সত্যি বলতে সেদিন আপুকে সাহায্য করতে পেরে ভীষণ ভালো লেগেছিল।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৪ ডিসেম্বর এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon






.jpg)





