জেনারেল রাইটিং:-" সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু "II written by @maksudakawsar II
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

এই কথাটি আমার জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। কারণ জীবনের দীর্ঘ পথে চলতে চলতে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, অনেক সম্পর্ক গড়ে ওঠে, আবার অনেক সম্পর্ক হারিয়েও যায়। কিন্তু পুরনো বন্ধুর জায়গাটি সব সময় আলাদা থেকে যায়। সে এমন একজন মানুষ যার সামনে নিজেকে সাজিয়ে রাখতে হয় না। যার কাছে নিজের দুর্বলতা লুকানোর প্রয়োজন হয় না। জীবনের নানা সময়ে আমরা ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রকাশ করি। কখনো অফিসের মানুষ, কখনো পরিবারের সদস্য, কখনো সমাজের দায়িত্বশীল একজন হিসাবে।
জীবনের আয়নায় আমরা প্রায়ই নিজের মুখটা পরিষ্কার,ভাবে দেখতে পাই না। কারণ সেখানে থাকে স্বার্থ ভয় লোভ আর অভিমানের ধোঁয়া। কিন্তু পুরনো বন্ধু সেই আয়না যে ধোঁয়াগুলো সরিয়ে দিয়ে সত্যিকারের চেহারাটা দেখিয়ে দেয়। সে আমাকে বলে দেয় কোথায় আমি ভুল করছি, কোথায় আমি বদলে যাচ্ছি, কোথায় আমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, আবার সে-ই আমাকে সাহস দেয় যখন আমি নিজেই নিজের উপর আস্থা হারিয়ে ফেলি। হয়তো তার কথাগুলো সব সময় মধুর হয় না ।
পুরনো বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়। হয়তো প্রতিদিন কথা হয় না। হয়তো মাসের পর মাস যোগাযোগ থাকে না, তবুও দেখা হলে কোনো অস্বস্তি তৈরি হয় না, মনে হয় যেন গতকালই শেষ কথা বলা হয়েছিল । এই স্বাভাবিকতাই পুরনো বন্ধুত্বের সবচেয়ে বড় শক্তি সেখানে কোনো অভিযোগ জমে থাকে না। কোনো হিসাব রাখা হয় না, শুধু মানুষ হিসেবে মানুষকে গ্রহণ করার একটি সহজ মন থাকে।
জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পোশাক পছন্দ চিন্তাভাবনা স্বপ্ন অনেক কিছুই বদলে যায় কিন্তু পুরনো বন্ধু সেই পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে থাকে সে জানে আমি কোথা থেকে শুরু করেছি কোথায় এসে দাঁড়িয়েছি সে আমার অতীত জানে তাই বর্তমানকে বিচার করতে গিয়ে কখনো কঠোর হয় না আবার ভবিষ্যতের কথা ভেবে আমাকে সতর্ক করতেও পিছপা হয় না তার চোখে আমি শুধু আজকের আমি নই আমি সেই মানুষ যে অনেক পথ পেরিয়ে এখানে এসেছে
অনেক সময় আমরা নিজের ভুলকে যুক্তি দিয়ে ঢেকে ফেলতে চাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই কিন্তু পুরনো বন্ধুর কাছে সেই অভিনয় চলে না সে নির্দ্বিধায় বলে দেয় যে আমি ভুল করেছি সেই মুহূর্তে কষ্ট হলেও পরে বুঝি এই কথাটাই আমার দরকার ছিল কারণ জানি এই কথার পেছনে কোনো স্বার্থ নেই কোনো ক্ষতি করার ইচ্ছে নেই আছে শুধু ভালো চাওয়া আর সেই ভালো চাওয়াটাই বন্ধুত্বকে আরও গভীর করে তোলে
আজকের ব্যস্ত জীবনে সম্পর্ক অনেক সময় লেনদেনের মতো হয়ে যায় কে কাকে কী দিল কে কার থেকে কী পেল সেই হিসাব চলে আসে কিন্তু পুরনো বন্ধুত্ব সেই হিসাবের ঊর্ধ্বে সেখানে পাওয়া না পাওয়ার প্রশ্ন নেই সেখানে আছে শুধু পাশে থাকার অঙ্গীকার ছোট ছোট স্মৃতি যেমন স্কুলের বেঞ্চে বসে ভাগ করে খাওয়া দুপুরের খাবার পরীক্ষার আগের ভয় একসঙ্গে হেসে গড়িয়ে পড়া সেই সব স্মৃতি আজও মনে পড়লে চোখ ভিজে যায় আর মনে এক ধরনের উষ্ণতা তৈরি হয়।
আজকের দিনে যখন মানুষ খুব সহজেই মানুষ বদলে ফেলে সম্পর্ক বদলে ফেলে তখন একজন পুরনো বন্ধু থাকা মানে জীবনে একটি জীবন্ত আয়না থাকা যেখানে আমি বারবার ফিরে গিয়ে নিজেকে চিনতে পারি নিজের ভুল সংশোধন করতে পারি নিজের ভালো দিকগুলোকে আঁকড়ে ধরতে পারি এই কারণেই আমি বিশ্বাস করি সবচেয়ে সত্য সবচেয়ে নির্ভরযোগ্য আয়না হলো একজন পুরনো বন্ধু যে আমাকে সুন্দর দেখাতে চায় না বরং সত্য দেখাতে চায় আর সেই সত্য দেখানোর মধ্যেই লুকিয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা এবং আজীবনের বন্ধন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



