জেনারেল রাইটিং-শীতের আদ্রতা আর শীতল হাওয়া||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। নিজের অনুভূতি থেকে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝেই লেখালেখি করার চেষ্টা করি। তেমনি আজকে একটি পোস্ট শেয়ার করবো।
শীতের আদ্রতা আর শীতল হাওয়া:

Source
দেখতে দেখতে শীতের আবহাওয়া বেশ ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রথমে মনে হল এবার শীত অনেকটাই কম। মনে হচ্ছিল শীত যেন বোঝাই যাচ্ছে না। আবহাওয়াটাও বেশ গরম গরম ছিল। কিন্তু কয়েকদিন পরে আসলে আবহাওয়ার চিত্র বদলে গেল। শীত পড়তে শুরু করেছে। কয়েকদিন থেকে তো টানা কুয়াশায় ঢেকে আছে চারপাশ।
শীতের আবহাওয়া আর কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি বেশ শীতলতা বয়ে এনেছে। এই শীতলতার মাঝে শীতের আমেজটা ভালোভাবেই উপভোগ করা যাচ্ছে। মনে হচ্ছে যেন এই হিম শীতল আবহাওয়াটা অন্য রকমের অনুভূতি। শীতের তীব্রতা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। তবে খুব বেশি শীত ভালো লাগেনা। কারণ আমাদের চারপাশে এমন অনেক লোকজন বসত করে যারা শীতে অনেক কষ্ট করে।
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা হয়তো শীতটাকে উপভোগ করি। কিন্তু অনেকে আছে কষ্ট করে জীবিকা অর্জন করে। তারা হয়তো কোন কিছু না ভেবেই পরিবারের জন্য কাজ করে। নিরলস ভাবে পরিশ্রম করে। শীতের আবহাওয়া তাদেরকে দমিয়ে রাখতে পারে না। কারণ তারা পরিশ্রম করে। আর এই শীতের আবহাওয়া এবং শীতলতার মাঝেও তারা নিজের কাজের প্রতি যত্নশীল।
তবে শীতকালে আগুন পোহাতে ভালোই লাগে। বর্তমানে রোদের দেখা একদমই নেই। তাই আগুন পোহানোর মাঝেই এখন অনেক আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে। গ্রামে গেলে শীতের আনন্দটা বেশি উপভোগ করা যায়। সবাই মিলে একসাথে খড় দিয়ে আগুন পোহানোর সেই আনন্দটা এখন গ্রামে গেলেই দেখা যায়। শীতের এই আবহাওয়া আর শীতলতা আমাদেরকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
