জেনারেল রাইটিং-এই শীতে দরিদ্র মানুষের জীবন||

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


এই শীতে দরিদ্র মানুষের জীবন:

poor-2463625_1280.jpg

Source


শীতকাল কারো জন্য আনন্দের কারো জন্য অনেক কষ্টের। শীতকালে দরিদ্র মানুষের জীবনযাত্রা অনেকটাই পাল্টে যায়। শীতের তীব্রতা যখন বাড়তে শুরু করে তখন দরিদ্র মানুষের কষ্ট আরো বাড়তে শুরু করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের পরিধান করার মতো শীতের কাপড় নেই। কিংবা পরিবারের সবার জন্য শীতের কাপড় কেনার মত সামর্থ্য তাদের নেই।


চলার পথে এরকম অনেক পথ শিশুদের সাথে আমাদের দেখা হয় যারা এই শীতেও পাতলা কোন কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেখলে সত্যিই অনেক মায়া লাগে। তাদের দেখলে সত্যি অনেক খারাপ লাগে। এই শীতে আমরা কত রকমের কাপড়চোপড় পরে বের হই। যাতে করে ঠান্ডা না লাগে। অথচ ছোট ছোট শিশুগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে।


শীতের সকালে আমরা আরাম আয়েশ করে ঘুমিয়ে থাকি। আর এমন অনেক মানুষ আছে যারা কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এই শীতের তীব্রতা তাদেরকে ছুঁতে পারে না। কারণ পেটে তাদের অনেক ক্ষুধা। পেটের ক্ষুধা নিবারণ করার জন্য শীতের মাঝে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। পাতলা কোন চাদর কিংবা পাতলা কাপড় পড়েই কাজের সন্ধানে বেরিয়ে পড়ে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। কিংবা পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। শীত উপেক্ষা করেই বেরিয়ে পড়তে হয়।


এই শীতে দরিদ্র মানুষের জীবনযাত্রা সত্যি অনেক কষ্টের। শীতের তীব্রতায় জড়সড়ো হয়ে রাত কাটাতে হয়। এই শীতে রাত কাটানোর মতো ভালো শীতের কাপড় কিংবা কাথা কম্বল তাদের থাকে না। তাই তো পুরো রাত ঠান্ডায় জমে যেতে হয়। আসলে তাদের জীবনযাত্রা খুবই কষ্টের। তাদের এই শীতের সময়টা অনেক কষ্ট করে কাটাতে হয়। তাই শীতের দিন তাদের জন্য মোটেও সুখের হয় না। সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যার জায়গা থেকে আমাদের আশেপাশের মানুষগুলোকে সাহায্য করবো। যাতে করে তারা এই শীতে ভালো থাকতে পারে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।