শৈশবের একটি মজার স্মৃতি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশবের একটি মজার স্মৃতি সবার মধ্যে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আজকের শৈশব স্মৃতি সবার ভালো লাগবে।
শৈশবের একটি মজার স্মৃতি:

Source
ছোটবেলায় মজার মজার সব ঘটনা ঘটতো। আর মজার মজার ঘটনা গুলো আমরা নিজেরাই ঘটাতাম। তেমনি একটি ঘটনা হলো সখী পাতানোর ঘটনা। আমি গ্রামের বাড়িতে খুব একটা থাকার সুযোগ পাইনি। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে যাওয়া হতো। বিশেষ করে স্কুল ছুটির দিনগুলোতে গ্রামের বাড়িতে যেতাম। সেখানে যাওয়ার পর অনেক আনন্দ করতাম, পুতুল খেলতাম। সেই আনন্দের কথা এখনো মনে পড়ে। আর সবচেয়ে বেশি মনে পড়ে সখী পাতানোর কথা।
গ্রামের দিকে এগুলোর অনেক প্রচলন ছিল। যার সাথে যার সখী পাতানো হতো তাদের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হতো। একজন আরেকজনের বাড়িতে যাওয়া আসা করা হতো। এমনকি উৎসবের দিনগুলোতেও একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া হতো। তেমনি আমার গ্রামের একটি মেয়ের সাথে আমার সখী পাতানো হয়েছিল। যদিও ব্যাপারগুলো তখন খুব একটা বুঝতাম না। তবে ব্যাপারটি পরবর্তীতে খুবই ভালো লেগেছিল।
আমার সাথে একটি মেয়ের বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। যখনই গ্রামের বাড়িতে যেতাম তার সাথে খেলাধুলা করতাম। তখন থেকেই বন্ধুত্বের বন্ধনটা অনেক মজবুত হয়েছিল। যদিও সে আমার চেয়ে বয়সে বড় ছিল কিন্তু তার সাথে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছিল। সে আমার সখী ছিল। সত্যি কথা বলতে দুজনের মধ্যে এত সুন্দর বন্ধন তৈরি হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না।
যদিও ছোটবেলার সখী পাতানোর স্মৃতিগুলো এখনো অনেক মনে পড়ে। তবে তাদের সাথে খুব একটা যোগাযোগ নেই এখন। আসলে সময় পার হওয়ার সাথে সাথে সব কিছুই বদলে যায়। আর ছোটবেলার সেই অনুভূতিগুলো বদলে যায়। তবে সুন্দর মধুর স্মৃতিগুলো এখন অনেক মনে পড়ে। আর খুবই ভালো লাগে। সেই সুন্দর স্মৃতিগুলোই আমাদেরকে সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

https://x.com/Monira93732137/status/1990429589559206382?t=5blj3HKxK0pva--Y7FP3ag&s=19