কিছু কিছু কষ্ট অপ্রকাশিতই থেকে যায় ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। মাঝে মাঝে কিছু কথা লিখতে গিয়েও দুচোখ জলে ভরে ওঠে। হয়তো সেই অনুভূতিগুলো লেখার ভাষায় তুলে ধরা সম্ভব হয় না। আজকে নিজের অনুভূতি থেকে কিছু কথা শেয়ার করবো।
কিছু কিছু কষ্ট অপ্রকাশিতই থেকে যায়:

Source
মাঝে মাঝে কষ্টগুলো বড্ড বেশি আঘাত করে। মনে হয় যেন বুক ভরে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। দু চোখের জল যখন অনবরত পরতে থাকে তখন ভেতরটা একটু ভারী হয়ে যায়। মনে হয় যেন বুকের ভেতরটা কষ্টে ভোরে উঠেছে। সেই কষ্ট বহন করা সত্যি অনেক কষ্টের। ভেতরের চাপা কান্না গুলো বুকটাকে বড্ড বেশি ভারী করে তুলে। হৃদয়ের এই কান্না কিংবা চাপা কষ্ট সত্যি অনেক কষ্ট দেয়।
এই পৃথিবীতে আসলে কেউ আপন হয় না। যাদেরকে আমরা আপন ভাবি তারা কোন একটা সময় নিজের আসল রূপ দেখিয়ে দেয়। কোন একটা সময় গিয়ে তাদের কথার আঘাতে বুঝে যেতে হয় তার জীবনে হয়তো প্রয়োজন ফুরিয়ে এসেছে। হয়তো তার জীবনটা অনেকটা গুছানো হয়ে গেছে। তাই অন্য কাউকে প্রয়োজন নেই। আসলে আমরা যখন আমাদের কাছের মানুষগুলোকে বড্ড বেশি আপন ভাবি তারাই কোন একটা সময়ে গিয়ে আমাদের বেশি কষ্ট দেয়।
এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের হলো কাছের মানুষদের কাছ থেকে আঘাত পাওয়া। আর কথার আঘাত হলো সবচেয়ে বেশি বেদনাদায়ক। কথার আঘাত আমাদেরকে ক্ষতবিক্ষত করে দেয়। ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। মনে হয় যেন কথার আঘাতের ধারালো ছুরি বুকের প্রত্যেকটা অংশে আঘাত হানে। যেই কষ্ট কেউ বোঝেনা।
কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে কষ্ট দিতে ভালোবাসে। অন্য কেউ কষ্ট পেলে তাদের ভালো লাগে। হয়তো ইচ্ছে করেই কষ্ট দেয়। কিংবা অপমান অপদস্থ করে অনেক বেশি আনন্দ পায়। জীবনে সেই চলার পথে কাউকে এতটা আপন ভাবা উচিত নয় যার শূন্যতায় হৃদয় শেষ হয়ে যায়। কাউকে এতটা আঁকড়ে ধরে বাঁচা উচিত নয় যাকে ছাড়া পৃথিবীটা অন্ধকার হয়ে যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
