জেনারেল রাইটিং-প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি||

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সবার মাঝে লিখতে চলে এসেছি। আশা করছি আমার এই পোস্ট পড়ে আপনাদের ভালো লাগবে।


প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি:

man-1253004_1280.jpg

Source


প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির সাথে আমরা সকলে পরিচিত। বিভিন্ন পরীক্ষায় দেখা যায় প্রশ্ন ফাঁস হয়ে যায়। সেই সাথে দুর্নীতি হয়। আজকেও তেমন একটি ঘটনায় ঘটেছে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আসলে প্রশ্ন ফাঁস যারা করেছে তারা হয়তো নিজের স্বার্থ হাসিল করার জন্যই কাজটি করছে।


কিন্তু সাধারণ জনগণ যারা দীর্ঘসময়ের অপেক্ষা করার পর একটি পরীক্ষা পায় তারা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ছে। কারণ হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়াতে অনেক মানুষ বিপদে পড়েছে। অনেকে দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে গিয়েছে। তাদের এই অবস্থার জন্য সত্যিই অনেক খারাপ লাগছে। আসলে এরকম পরিস্থিতি গুলো মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর।


প্রশ্ন ফাঁস হওয়ার বিষয়টি সত্যি অনেক খারাপ লাগে। কারণ অনেকে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে পরীক্ষা দেয়। আবার অনেকে খুব সহজেই প্রশ্নপত্র পেয়ে যায়। আর প্রতিযোগিতায় তারাই এগিয়ে থাকে। আসলে এই বিষয়গুলো যখন আমরা ভাবি তখন সত্যিই খারাপ লাগে। মেধাবীদের মূল্যায়ন তখন খুব একটা থাকে না।


তবে যাই হোক পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং মেধাবীদের মূল্যায়ন করার সুযোগ দেওয়া উচিত। যাতে করে পরবর্তীতে আর এরকম সমস্যা না হয় সেদিকে করা নজর রাখা উচিত। কারণ একটি করে পরীক্ষা একজন বেকারের জন্য সুবর্ণ একটি সুযোগ বয়ে আনে। তবে সেখানে যখন দুর্নীতি চলে আসে তখন সেই পরীক্ষায় সঠিক মূল্যায়ন হয় না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।